West Bengal Lockdown

নবান্নের নির্দেশে বাজারের চরিত্র বদলাবে পুরসভা

করোনার সংক্রমণ এড়াতে বাজারের ভিতরের পথ ফাঁকা করা জরুরি বলেই মনে করছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ০১:৫০
Share:

ফাইল চিত্র।

কলকাতা পুরসভার অধীনস্থ বাজার তো বটেই, শহরের প্রায় সব বাজারেই আনাজ বিক্রেতারা ভিতরের চলার পথের উপরে পসরা সাজিয়ে বসেন। জনগণের অভিযোগ থাকলেও পরিস্থিতির বদল হয়নি এত দিন। এ বার করোনার আবহে সেই ছবি বদলাতে চলেছে। নবান্নের নির্দেশে বাজারে সামাজিক ব্যবধান বজায় রাখতে পুরসভা এ বার নড়েচড়ে বসেছে। পথ আগলে বসে থাকা ব্যবসায়ীদের বাজারের বাইরে ফুটপাত কিংবা বাই লেনে বসতে বলা হয়েছে।

Advertisement

করোনার সংক্রমণ এড়াতে বাজারের ভিতরের পথ ফাঁকা করা জরুরি বলেই মনে করছে রাজ্য স্বাস্থ্য দফতর। সম্প্রতি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে পুলিশ কমিশনার অনুজ শর্মা এ বিষয়ে একটি বৈঠকও করেন। পুরসভা এবং পুলিশ যৌথ ভাবে কলকাতা পুরসভার অধীনে থাকা বাজারগুলি পরিদর্শনও করছে। ইতিমধ্যেই কলেজ স্ট্রিট, ল্যান্সডাউন, এন্টালি, লেক মার্কেটেও ঘুরেছে পুলিশ ও পুরসভা।

পুরসভার বাজার দফতরের মেয়র পারিষদ আমিরউদ্দিন ববি বাজার পরিদর্শনের পরে জানান, আনাজ বিক্রেতাদের একাংশ বাজারের ভিতরে চলার পথের উপরে বসে থাকায় দোকানের সামনে ভিড় জমে যায়। তাই তাঁদের বাজারের বাইরে ফুটপাত, বাইলেনে বসতে বলা হয়েছে। এন্টালি, কলেজ স্ট্রিট বাজারে ইতিমধ্যেই সেই ব্যবস্থা চালু হয়েছে। মঙ্গলবার বাঁশদ্রোণী ও বেহালার সন্তোষপুর বাজারেও ওই ব্যবস্থা চালু করা হয়েছে। পুরসভা সূত্রের খবর, এর পরে শহরের অন্য বাজারেগুলোতেও পুলিশ এবং পৌরসভা একসঙ্গে নজরদারি চালাবে।

Advertisement

আরও পড়ুন: চিনার পার্কের হাসপাতালে চিকিৎসকের করোনা মেলায় উদ্বেগে অন্যরা

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement