প্রতীকী ছবি।
লকডাউনে বন্ধ মদের দোকান। সেই সুযোগে কিছু মদের দোকানের ভিতরের ছবি ও মোবাইল নম্বর দিয়ে অনলাইন ডেলিভারি হচ্ছে বলে কয়েক দিন ফেসবুকে পোস্ট ঘুরছিল। অনেকেই তা দেখে বরাত দিয়ে টাকা খুইয়েছেন বলে অভিযোগও জমা পড়ে। এমনকি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে ফেসবুকে জানানো হয় পোস্টগুলি ভুয়ো।
কিন্তু তার পরেও অনলাইনে মদের বরাত দিয়ে এক হাজার টাকা খোয়ালেন এক যুবক। নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা ওই যুবক জানান, ১৩ এপ্রিল তিনি হোয়াটসঅ্যাপে একটি বার্তা পান। তাতে দেওয়া মোবাইল নম্বরে ফোন করেন তিনি। দু’বোতল মদের জন্য একটি অ্যাপের মাধ্যমে অনলাইনে টাকাও মিটিয়ে দেন। অভিযোগ, তবু ডেলিভারি পাননি। উল্টে যে নম্বরে ফোন করে বরাত দিয়েছিলেন, সেখানে ফোন করলে তাঁকে টাকা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সেই টাকা এখনও ফেরত পাননি অভিযোগকারী। লালবাজারে ফোন করলে তাঁকে নরেন্দ্রপুর থানার নম্বর দেওয়া হয়। যুবকের দাবি, সেখানে ফোনে অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)