West Bengal Lockdown

চিকিৎসার জন্য লকডাউনেও ক্যাব

দু’টি মোবাইল নম্বরে (৯৮০৪৮৮৬০২৮ এবং ৯৪৩২৩২৪৩৪১) ফোন, এসএমএস অথবা হোয়াটসঅ্যাপে প্রয়োজনের কথা জানালে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাচ্ছে ক্যাব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ০২:৩৩
Share:

প্রতীকী ছবি

লকডাউন চলাকালীন চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে এ বার থেকে পাওয়া যাবে ক্যাবের পরিষেবা।

Advertisement

শুক্রবার থেকে ‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’-এর উদ্যোগে ২০০টি ক্যাব নিয়ে ওই পরিষেবা শুরু হয়েছে। সংগঠনের দেওয়া দু’টি মোবাইল নম্বরে (৯৮০৪৮৮৬০২৮ এবং ৯৪৩২৩২৪৩৪১) ফোন, এসএমএস অথবা হোয়াটসঅ্যাপে প্রয়োজনের কথা জানালে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাচ্ছে ক্যাব। ডায়ালিসিস, কেমোথেরাপি, প্রসূতিদের ডাক্তার দেখানোর মতো বিভিন্ন জরুরি প্রয়োজনে এই পরিষেবা মিলবে। এ জন্য পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে।

তবে ক্যাব বুক করতে প্রমাণ হিসেবে প্রেসক্রিপশনের কপি হোয়াটসঅ্যাপে পাঠাতে হচ্ছে। যাতে রোগীর দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পৌঁছনোর পথে কোথাও পুলিশ আটকালে চালক তা দেখাতে পারেন। সংগঠনের তরফে জানানো হয়েছে, ওই বিশেষ পরিষেবা পেতে কিলোমিটার পিছু ২০ টাকা হিসেবে ভাড়া দিতে হবে যাত্রীদের। এ ছাড়া ক্যাব কোথাও অপেক্ষায় থাকলে ঘণ্টা প্রতি ১০০ টাকা করে দিতে হবে। কারও খুব বেশি সময়ের জন্য ক্যাব প্রয়োজন হলে তিনি প্রতি ঘণ্টার জন্য ২০০ টাকা হিসেবে ভাড়া নিতে পারেন।

Advertisement

‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’-এর সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অন্তত ঘণ্টা তিনেক আগে যাত্রীদের প্রয়োজনের কথা জানাতে বলছি আমরা। যাতে নির্দিষ্ট এলাকার কাছাকাছি থাকা ক্যাব-চালকের সঙ্গে যোগাযোগ করে তাঁকে দ্রুত পাঠানোর ব্যবস্থা করা যায়।’’ এই পরিস্থিতিতে চালকদের মাস্ক ব্যবহার করার পাশাপাশি ক্যাব নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে ইন্দ্রনীলবাবু জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement