West Bengal Lockdown

ফের বৃদ্ধকে ফেলে ‘পালাল’ অ্যাম্বুল্যান্স

খবর পেয়ে পাটুলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুল্যান্স জোগাড় করে বৃদ্ধকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ০১:১৬
Share:

প্রতীকী ছবি।

ফের অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে অসুস্থ বৃদ্ধকে রাস্তায় নামিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল! ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পাটুলি থানা এলাকার গড়িয়া মোড়ে মাংস গলির কাছে। এ দিন স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সপ্তাহ দুয়েক আগে একই ভাবে করোনা আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধকে পোস্তা এলাকায় ফেলে পালিয়ে গিয়েছিলেন এক অ্যাম্বুল্যান্স চালক।

Advertisement

লালবাজার সূত্রের খবর, এ দিন সকাল আটটা নাগাদ স্থানীয় বাসিন্দারা গড়িয়া ট্র্যাফিক গার্ডের এক অফিসারকে ফোন করেন। ফোনে তাঁরা জানান, একটি অ্যাম্বুল্যান্স অসুস্থ ওই বৃদ্ধকে রাস্তায় নামিয়ে চলে গিয়েছে। ট্র্যাফিকের ওই অফিসারের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পাটুলি থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, অ্যাম্বুল্যান্সটি বৃদ্ধকে নামিয়ে বোড়াল মোড়ের দিকে চলে যায়। তাঁদের দাবি, অ্যাম্বুল্যান্সের ভিতরে এক জন মহিলা ছিলেন। তবে ওই অসুস্থ বৃদ্ধ আশপাশের এলাকার বাসিন্দা নন বলেই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

এ দিকে, খবর পেয়ে পাটুলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুল্যান্স জোগাড় করে বৃদ্ধকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করে। পুলিশ সূত্রের খবর, অত্যন্ত ক্লান্ত ওই বৃদ্ধ কথা বলার মতো অবস্থায় নেই। ফলে রাত পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অ্যাম্বুল্যান্সটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তদন্তকারীদের বক্তব্য, অ্যাম্বুল্যান্সের খোঁজ পেলেই জানা যাবে, কোথা থেকে বৃদ্ধকে নিয়ে আসছিল সেটি।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement