Municipality

নগরোন্নয়ন দফতরের সঙ্গে সাপ্তাহিক বৈঠক পুরসভার

সম্প্রতি নগরোন্নয়ন দফতরের তরফে প্রতি সোমবার সাপ্তাহিক বৈঠকের কথা বলা হয়েছে। ওই বৈঠকে পুর প্রকল্পের কাজের অগ্রগতি, বরাদ্দ টাকা-সহ একাধিক বিষয় নিয়ে পর্যালোচনা করার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ০১:৪৫
Share:

প্রতীকী ছবি

কী কী পুর প্রকল্পের কাজ বাকি, রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে সাপ্তাহিক বৈঠকে সে কথাই তুলে ধরার পরিকল্পনা করেছেন

Advertisement

কলকাতা পুর কর্তৃপক্ষ। সম্প্রতি নগরোন্নয়ন দফতরের তরফে প্রতি সোমবার সাপ্তাহিক বৈঠকের কথা বলা হয়েছে। ওই বৈঠকে পুর প্রকল্পের কাজের অগ্রগতি, বরাদ্দ টাকা-সহ একাধিক বিষয় নিয়ে পর্যালোচনা করার কথা। যে সব প্রস্তাবিত পুর প্রকল্পের এখনও অনুমোদন মেলেনি বা কোনও কাজ আটকে রয়েছে, ওই বৈঠকে সেই সব তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে বলে পুরসভা সূত্রের খবর।

সে কারণে পুরসভার সমস্ত দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরের কোন কোন কাজ আটকে আছে, সেই সংক্রান্ত ‘নোটস’ তৈরির জন্য। যাতে তার উপরে ভিত্তি করে বৈঠকে বলা যায়। এক পুরকর্তার কথায়, ‘‘প্রতি বৃহস্পতিবারের মধ্যে ওই নোটস ইমেলে পুরসভার যুগ্ম কমিশনারের কাছে পাঠাতে হবে। আটকে থাকা কাজগুলির বিষয়ে যাতে সরাসরি পুর ও নগরোন্নয়ন দফতরকে জানানো যায়, সে কারণেই নিয়মিত এই বৈঠক।’’

Advertisement

কোনও পুর প্রকল্পের কী অবস্থা, তা জানার জন্য এমনিতে নির্দিষ্ট সময় অন্তর পুরসভায় অন্তর্বর্তী পর্যালোচনা বৈঠক হয়। সেখানে কোন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়। তবে করোনা পরিস্থিতিতে সেই বৈঠকের ধারাবাহিকতায় সাময়িক ছেদ পড়েছিল বলে পুরসভা সূত্রের খবর। এক পুরকর্তার কথায়, ‘‘এখন আবার সব কাজ দ্রুত করার চেষ্টা করা হচ্ছে। সে কারণেই অগ্রাধিকারের ভিত্তিতে কাজ সংক্রান্ত ফাইলও তৈরি করতে বলা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement