ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় করছেন বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। (নিজস্ব চিত্র)
বুধবার সকালে কলকাতা জিপিওর সামনে রাস্তায় পড়ে থাকা একটি পার্সেল থেকে শব্দ শুনতে পান স্থানীয়রা। বোমা সন্দেহে তাঁরা ভয় পেয়ে ওই এলাকা থেকে সকলকে সরে যেতে বলেন। ফোন যায় হেয়ার স্ট্রিট থানায়।
হেয়ার স্ট্রিট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং দুর্ঘটনা এড়াতে সন্দেহজনক পার্সেলটিকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। চারদিক ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পার্সেলটি পরীক্ষা করে দেখে। পার্সেল খুলে অবশ্য সেখান থেকে বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, পার্সেলের ভিতর ব্যাটারিচালিত স্প্রে মেশিন ছিল। কোনও কারণে তার সুইচটি চালু হয়ে যাওয়ায়, পার্সেল থেকে অদ্ভুত আওয়াজ আসছিল।