Drinking Water

দক্ষিণে জল বন্ধ আগামী শনিবার

কলকাতা পুরসভার জল সরবরাহ দফতর সূত্রের খবর, গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় মেরামতির কাজের জন্যই এমন সিদ্ধান্ত। এর প্রভাব পড়বে বজবজ ও মহেশতলা পুর এলাকাতেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৭:০৩
Share:

১৯ জানুয়ারি সকাল থেকে ফের পরিষেবা স্বাভাবিক হবে। —প্রতীকী চিত্র।

আগামী শনিবার, ১৮ জানুয়ারি সকাল ন’টার পর দিনভর দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। কলকাতা পুরসভার জল সরবরাহ দফতর সূত্রের খবর, গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় মেরামতির কাজের জন্যই এমন সিদ্ধান্ত। এর প্রভাব পড়বে বজবজ ও মহেশতলা পুর এলাকাতেও।

Advertisement

পুরসভার জল সরবরাহ দফতরের তরফে জানানো হয়েছে, পুরসভার ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ নম্বর বরো এলাকার বাসিন্দারা ওই দিন সকাল ন’টার পরে পরিস্রুত পানীয় জল পাবেন না। পুরসভা সূত্রের খবর, এই বরো এলাকাগুলির মধ্যে পড়ে কালীঘাট, বেহালা, জোকা, কসবা, মেটিয়াবুরুজ, চেতলা, বাঁশদ্রোণী, রানিকুঠি, গরফা, গল্ফ গ্রিন, গড়িয়া-সহ বিস্তীর্ণ এলাকা। এমনকি, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন বেশ কিছু এলাকাতেও ওই দিন পানীয় জল পরিষেবা ব্যাহত হবে। গার্ডেনরিচ জলপ্রকল্প থেকে মহেশতলা ও বজবজ পুর এলাকার কিছু অংশেও জল সরবরাহ হয়। তাই ফলে ওই দুই পুর এলাকাতেও পরিষেবা বিঘ্নিত হবে বলে জানানো হয়েছে।

১৯ জানুয়ারি সকাল থেকে ফের পরিষেবা স্বাভাবিক হবে বলে পুরসভার জল সরবরাহ দফতরের তরফে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement