প্রতীকী ছবি
ডেঙ্গি ও করোনা মোকাবিলা নিয়ে বাসিন্দাদের সঙ্গে ভিডিয়ো-সম্মেলন করল ‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ বা ‘এনকেডিএ’। শুক্রবার ওই আলোচনায় এনকেডিএ-র তরফে রোগ মোকাবিলায় কী কী করণীয়, সে ব্যাপারে জানানো হয়। পাশাপাশি, বাসিন্দারাও সমস্যার কথা তুলে ধরেন।
এনকেডিএ সূত্রের খবর, প্রতি বছর বর্ষার আগে মশাবাহিত রোগের মোকাবিলায় সচেতনতা শিবির করা হয়। এ বছর করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব নয়। সেই কারণেই ভিডিয়ো-সম্মেলনের ব্যবস্থা। বিভিন্ন ব্লক কমিটির কমবেশি ৭০ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। ভিডিয়ো-সম্মেলনে অংশ নেওয়ার জন্য সকলকে রীতিমতো প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে জানায় এনকেডিএ।
সূত্রের খবর, ওই আলোচনায় বাসিন্দাদের একাংশ জানান, নির্মীয়মাণ বাড়িগুলিতে নজরদারির অভাব রয়েছে। সেখানে জল জমে থাকলে সমস্যা হবে। পাশাপাশি, ঝোপজঙ্গল, বিশেষত পার্থেনিয়ামের ঝোপের তলায় অনেক সময়ে জল জমে থাকে।
এ ছাড়া, বিভিন্ন খাল পরিষ্কার করে জলপ্রবাহ বজায় রাখার আবেদনও জানানো হয়েছে আলোচনায়। এনকেডিএ সূত্রের খবর, ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। নির্মীয়মাণ বাড়িগুলি বেশি করে নজরে রাখা হবে। পাশাপাশি, ঝোপ-জঙ্গল সাফাই এবং জমা জল থাকলে দ্রুত সরানো হবে।
করোনা সংক্রমণ প্রসঙ্গে এনকেডিএ-র এক কর্তা জানান, ইতিমধ্যেই ১৪ হাজার বাড়ি থেকে জ্বর ও অন্যান্য উপসর্গ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। নিউ টাউনের যে ক’টি এলাকায় করোনা-আক্রান্তের সন্ধান মিলেছে, সেই সব এলাকার উপরে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে। বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়েছে, উপসর্গ দেখা দিলেই যেন সংস্থার ২৪ ঘণ্টার হেল্পলাইনে খবর দেওয়া হয়।