সিপিএমের পার্টি অফিস ভাঙচুর ও চুরির অভিযোগ দায়ের হল কসবা থানায়। বৃহস্পতিবার দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক দেবাশিস চট্টোপাধ্যায় পার্টি অফিসে চুরির অভিযোগ দায়ের করেন। ৫০ হাজার টাকা, একটি পোর্টেবল টেলিভিশন সেট ও সেট-টপ বক্স খোয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
দেবাশিসবাবুর বক্তব্য, রুবি কানেক্টরের পাশে ওই পার্টি অফিসে বুধবার রাতে তাঁর দলের তিন সদস্য ঘুমোচ্ছিলেন। সাড়ে ১২টা নাগাদ কয়েক জন সশস্ত্র দুষ্কৃতী এসে হুমকি দিয়ে তাঁদের বেরিয়ে যেতে বলে বলে। ভয়ে তাঁরা পালিয়ে যান। এর ঘণ্টাখানেক বাদে ওই তিন জন পার্টি অফিসে ফিরে দেখেন, নেতাদের সমস্ত ছবি মেঝেতে পড়ে রয়েছে, আলমারির দরজা ভাঙা। বইয়ের তাক ও টেবিল উল্টে দেওয়া হয়েছে। থানায় অভিযোগ জানানো হয় পরদিন সকালে। তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ দেবাশিসবাবুর।
অভিযোগ অস্বীকার করে ৬৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজন মুখোপাধ্যায় বলেন, ‘‘যদি মনে হয়, তৃণমূল এর পিছনে আছে, তবে নাম দিয়ে অভিযোগ করা হোক। দল কাউকে আড়াল করবে না। নিজে থেকে ধরিয়ে দেবে।’’ পুলিশের প্রশ্ন, যে আলমারিতে টাকা ছিল, সেই আলমারি ছাড়া দুষ্কৃতীরা অন্য কোনও আলমারিতে হাত দেয়নি কেন? থানা ৫০০ মিটারের মধ্যে হওয়া সত্ত্বেও রাতে টহলদারি পুলিশ বা থানার পুলিশকে না জানিয়ে তালা দিয়ে চলে যাওয়া হল কেন? এই বিষয়গুলিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।