HIDCO

শিল্পতালুকে সাইকেলের ব্যবহার বাড়াতে পরিকল্পনা

পাঁচ নম্বর সেক্টর এলাকায় বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসের পাশাপাশি রয়েছে একাধিক রেস্তরাঁ এবং শপিং মল।

Advertisement

কাজল গুপ্ত

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ০১:০৭
Share:

—ফাইল চিত্র

পরিবেশবান্ধব যান হিসেবে সাইকেলের ব্যবহার বাড়াতে ইতিমধ্যেই নিউ টাউনকে বেছে নিয়েছে হিডকো এবং নিউ টাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। সেই পথে হেঁটে এ বার সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরেও সাইকেলের চলাচল বাড়াতে পরিকল্পনা করেছে শিল্পতালুকের প্রশাসনিক সংস্থা নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি। সম্প্রতি সংস্থার এক বৈঠকের পরে শিল্পতালুকের সব অফিস-কর্তৃপক্ষকে বলা হয়েছে, তাঁরা যেন তাঁদের নিজস্ব পার্কিং এলাকার মধ্যে একটি জায়গা সাইকেলের জন্য বরাদ্দ করেন। পাশাপাশি, শিল্পতালুকের কয়েকটি জায়গা নির্বাচন করা হয়েছে সাইকেল স্ট্যান্ড তৈরির জন্য।

Advertisement

পাঁচ নম্বর সেক্টর এলাকায় বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসের পাশাপাশি রয়েছে একাধিক রেস্তরাঁ এবং শপিং মল। কাজের সূত্রে প্রতিদিন সেখানে লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। তাঁদের পরিষেবা দিতে আরও কয়েকশো মানুষ খাবার এবং অন্যান্য সামগ্রী নিয়ে বিকিকিনির কাজ করেন। কিন্তু করোনা পরিস্থিতিতে এই ছবিটা বদলে গিয়েছে। এখন অধিকাংশ তথ্যপ্রযুক্তি কর্মী বাড়ি থেকে কাজ করছেন। যাঁরা অফিসে যাচ্ছেন, ছোঁয়াচ বাঁচাতে তাঁদের অনেকেই যাতায়াত করছেন সাইকেলে। সে কারণেই সাইকেলের উপরে গুরুত্ব আরোপ করতে চাইছে নবদিগন্ত প্রশাসন। এক তথ্যপ্রযুক্তি কর্মী পুষ্পেন্দু রায় জানান, এর ফলে যেমন সংক্রমণের আশঙ্কা কমবে, তেমনই নিয়ন্ত্রণে থাকবে পরিবেশ দূষণ।

প্রসঙ্গত, নিউ টাউনে সাইকেলের ব্যবহার বাড়াতে একাধিক পদক্ষেপ করেছে এনকেডিএ এবং হিডকো। তৈরি হয়েছে সাইকেলের জন্য পৃথক লেন, সাইকেল স্ট্যান্ড। এমনকি, অ্যাপের সাহায্যে সাইকেল বুক করার ব্যবস্থাও চালু হয়েছে সম্প্রতি।

Advertisement

পাঁচ নম্বর সেক্টরে কর্মরত তথ্যপ্রযুক্তি কর্মীরা জানাচ্ছেন, সেখানে রাস্তার পরিমাণ কম। অথচ গাড়ির চাপ কয়েক গুণ বেশি। এক বার ঠিক হয়েছিল, শিল্পতালুকের বাইরের রাস্তা দিয়ে বাস চলাচল করবে। কিন্তু ভিতরের রাস্তায় বাস বা বড় গাড়ি ঢুকবে না। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।

এই অবস্থায় তথ্যপ্রযুক্তি কর্মীদের একটা বড় অংশের বক্তব্য, সাইকেল চলাচলের ব্যবস্থা করার এমন উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু সেই সাইকেল রাখার জন্য পৃথক স্ট্যান্ড দরকার। নবদিগন্ত সূত্রের খবর, এমন পরিকল্পনা রূপায়িত করতে গেলে সবার আগে বেশ কিছু পরিকাঠামো গড়ে তোলা জরুরি। আগামী দিনে সে সব পরিকাঠামো তৈরি করে তবেই এই প্রকল্পে এগোনো হবে।

সংস্থার এক শীর্ষ কর্তা জানান, দূষণ নিয়ন্ত্রণ এবং সংক্রমণের আশঙ্কা কমানো ছাড়াও স্বাস্থ্যরক্ষার ক্ষেত্রেও সাইকেলে চলাচল খুব উপযোগী। তবে শুধু সাইকেলের স্ট্যান্ড তৈরি বা এর জন্য পৃথক জায়গা বরাদ্দ করাই নয়, শিল্পতালুকে সাইকেলের ব্যবহারকে উৎসাহ দিতে আরও কিছু পরিকল্পনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement