রেস্তরাঁর পাশাপাশি খুলে গেল শপিংমলও। লকডাউন পর্বে ধাপে ধাপে একক দোকান খোলার অনুমতি দিলেও, সংক্রমণের ভয়ে বন্ধ রাখা হয়েছিল শপিং মল। সোমবার থেকে শহরের সব শপিংমলই খুলে গেল। তবে অনেক বিধি নিষেধ বজায় রেখে। থার্মাল স্ক্রিনিং থেকে শুরু করে স্যানিটাইজিং টানেল, বিভিন্ন ভাবে জীবাণুমুক্ত করা হচ্ছে ক্রেতাদের। একই ভাবে দফায় দফায় জীবাণুমুক্ত করা হচ্ছে গোটা মলকেই। নির্দিষ্ট চিহ্ন দিয়ে কঠোর ভাবে সামাজিক দূরত্ব বিধি পালনের চেষ্টাও করা হচ্ছে। সব মিলিয়ে কোভিডকে ঠেকিয়ে রেখে চলছে ছন্দে ফেরার মরিয়া লড়াই।