weather

Kolkata Weather: পথে হল দেরি! উত্তরের মতো দক্ষিণবঙ্গে আগাম বর্ষার আশা নেই, বহাল থাকবে গরম-অস্বস্তি

উত্তরবঙ্গে নির্দিষ্ট সময়ের আগেই ঢুকেছিল বর্ষা। কিন্তু উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে বর্ষা এগিয়ে আসার কোনও চিহ্ন দেখছেন না আবহবিদরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ১৩:০১
Share:

দক্ষিণবঙ্গে বহাল থাকছে অস্বস্তিকর আবহাওয়া। — ফাইল চিত্র

উত্তরবঙ্গে বর্ষা আগাম প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত তার পথ ‘সুগম’ নয়। ফলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এমনটাই জানাচ্ছেন আবহবিদরা। তবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

আপাতত অস্বস্তিকর গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আবার বেশি রাতের তাপমাত্রাও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছেন আবহবিদরা। বুধবার দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাসও রয়েছে।

স্বাভাবিক নিয়মে দক্ষিণবঙ্গে সাধারণত ১১ জুন নাগাদ বর্ষা প্রবেশ করে থাকে। কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশের প্রাকমুহূর্তে বর্ষার গতি থমকে গিয়েছে। এ বার উত্তরবঙ্গে নির্দিষ্ট সময়ের আগেই ঢুকেছিল বর্ষা। কিন্তু উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে বর্ষা এগিয়ে আসার কোনও চিহ্ন দেখছেন না আবহবিদরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement