arrest

কল সেন্টার প্রতারণায় গ্রেফতার দুই চাঁই

পুলিশ জানিয়েছে, কল সেন্টার থেকে বিভিন্ন অনলাইন ডেলিভারি সংস্থার নাম করে দেশ-বিদেশের গ্রাহকদের প্রতারণা করা হত বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ০৮:৫৬
Share:

—প্রতীকী চিত্র।

প্রতারণার অভিযোগে কলকাতার একটি ভুয়ো কল সেন্টার থেকে দু’জনকে গ্রেফতার করেছে লালবাজারের সাইবার অপরাধ থানা। ধৃতদের নাম সন্দীপ নস্কর এবং সুরজ সিংহ। সন্দীপকে গল্ফগ্রিন এবং সুরজকে হরিদেবপুর এলাকা থেকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃতদের এ দিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক আগামী ২ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই কল সেন্টার থেকে বিভিন্ন অনলাইন ডেলিভারি সংস্থার নাম করে দেশ-বিদেশের গ্রাহকদের প্রতারণা করা হত বলে অভিযোগ। গত জানুয়ারিতে গোয়েন্দারা কয়েক দফায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে গ্রেফতার করে। তাদের জেরা করে উঠে আসে সন্দীপ ও সুরজের নাম। তারা দু’জনেই ছিল ওই কল সেন্টারের মাথা।প্রতারিতদের ফোন করা থেকে শুরু করে পরিকল্পনা সাজানো— সব কিছুই করত সন্দীপ। কল সেন্টার চালাতেও অন্যদের সাহায্য করত সে। অন্য দিকে, সুরজের কাজ ছিল কোথায় কল সেন্টার করা হবে, সেই ব্যবস্থা করা। একই সঙ্গে ভুয়ো কল সেন্টারের আইডি তৈরি করা, প্রতারণার টাকা জমা রাখার জন্য অ্যাকাউন্ট খোলা— এই সব কাজের দায়িত্ব ছিল সুরজের কাঁধে। এক তদন্তকারী জানান,সুরজ মূলত ওই কল সেন্টারটি পরিচালনা করত। কোথায়, কে, কোন কল সেন্টারে কাজ করবে, তা-ও ঠিক করে দিত সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement