—প্রতীকী চিত্র।
এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল দুই যুবকের বিরুদ্ধে। তার কয়েক মাস পরে অস্বাভাবিক মৃত্যু হয় ওই তরুণীর। পুলিশি তদন্তে উঠে আসে, মানসিক অবসাদজনিত কারণে আত্মঘাতী হয়েছেন তিনি। তরুণীকে গণধর্ষণের সেই ঘটনায় দুই অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন আলিপুর আদালতের অতিরিক্ত দায়েরা বিচারক বিবেকানন্দ শূর। শুভেন্দু পাল ও কার্তিক জানা নামে দুই অপরাধীকে বুধবার ওই সাজা শোনান তিনি। সরকারি আইনজীবী আকবর আলি মোল্লা জানান, কারাদণ্ডের পাশাপাশি তাদের আর্থিক জরিমানাও হয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালের ১৩ নভেম্বর। ওই দিন রাতে এক বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা ওই তরুণী। বাড়ি থেকে কিছুটা দূরে শুভেন্দু ও কার্তিক তাঁর বান্ধবীকে বলে চলে যেতে। সেই সঙ্গে জানায়, তারাই তরুণীকে বাড়িতে পৌঁছে দেবে।
অভিযোগ, বান্ধবী চলে যাওয়ার পরে ওই তরুণীকে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে যায় শুভেন্দু ও কার্তিক। সেখানে তাঁকে গণধর্ষণ করে তারা। তরুণীর চিৎকারে ছুটে আসেন এক প্রতিবেশী। টর্চের আলোয় শুভেন্দু ও কার্তিককে শনাক্ত করেন তিনি। এর পরেই তরুণীর পরিবারের তরফে শুভেন্দু ও কার্তিকের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে দু’জনকে ধরে পুলিশ। পরে আদালতে চার্জশিট দেওয়া হয়।