ধৃতদের তোলা হচ্ছে আদালতে । ছবি: শৌভিক দে।
লোভনীয় সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগে সল্টলেক থেকে ২ যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে সল্টলেক থেকে তাদের গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। শনিবার তাদেরকে বিধাননগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেে আদালতে তোলা হয়। ধৃতদের নাম কমলেশ সাউ (২৭) এবং নিরঞ্জন কুমার (৩২)। ওই ২ যুবক বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। কমলেশের বাড়ি বিহারের গাজুলিতে এবং নালন্দায় বাড়ি নিরঞ্জনের বলে পুলিশ সূত্রে খবর।
ওই দুই যুবকের বিরুদ্ধে কী অভিযোগ?
পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের গ্রামীণ স্বরোজগার যোজনার ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার ব্যবসা ফেঁদে বসে ধৃতেরা। সল্টলেকের সেক্টর ফাইভে ছিল তাদের অফিস। বিভিন্ন সরকারি দফতরে প্রচুর লোক নেওয়া হবে বলে ওয়েবসাইটে বিজ্ঞাপনও দেয় তারা। বিভিন্ন সময় বহু চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেয় তারা। কারোর যাতে সন্দেহ না হয় তার জন্য পরীক্ষাও নেয় তারা। সেই পরীক্ষায় পাশ করে প্রায় ৫০০ জন। কিন্তু সময় মত চাকরি না পেয়ে এক যুবক সম্প্রতি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে সাফল্য মেলে শুক্রবার রাতে। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে। পুলিশের সন্দেহ ওই ২ যুবক ছাড়াও এই প্রতারণায় বড় কোন চক্রও সামিল আছে। চক্রের অন্যদের ধরতে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হয় বলে জানিয়েছেন বিধাননগরের পুলিশ আধিকারিকরা।