প্রতীকী ছবি।
এক পঞ্চায়েত সদস্যের বাড়ির ভাড়াটে ও তাঁর স্ত্রীকে হেনস্থা এবং মারধর করার অভিযোগে গ্রেফতার করা হল দুই যুবককে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, নিউ টাউনের শুলংগুড়ি দক্ষিণপাড়ায়।
পুলিশ জানিয়েছে, রাজারহাটের জ্যাংড়া হাতিয়াড়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের বাড়ির ভাড়াটের ঘরে হামলা চালায় কিছু যুবক। ওই ভাড়াটে ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ পেয়ে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে।
পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাসের অভিযোগ, মঙ্গলবার রাতে কয়েক জন যুবক তাঁর বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তখন তাঁর ভাড়াটের স্ত্রী ঘরের বাইরে দাঁড়িয়ে কারও অপেক্ষা করছিলেন। অভিযোগ, দাঁড়িয়ে থাকা যুবকদের কেউ কটূক্তি করে ওই মহিলাকে। তাঁর স্বামী এর প্রতিবাদ করলে বচসা ও ধাক্কাধাক্কি হয়। গোলমাল তখনকার মতো থেমে যায়। কিছু পরে আরও লোক জড়ো করে ওই ভাড়াটের ঘরে চড়াও হয় অভিযুক্তেরা। অভিযোগ, ভাড়াটেকে মারধর, ঘর ভাঙচুর এবং মহিলাকে হেনস্থা করে তারা। সেই সময়ে অনুপমবাবুর নামে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ যায়। কিন্তু অভিযুক্তেরা পালিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।
ওই ঘটনার পর থেকে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে জল্পনা শুরু হয়েছে। একাংশের কথায়, শাসক দলের কর্মসূচিতে তাদের দেখা যায়। যদিও অনুপমবাবু জানাচ্ছেন, ওই যুবকেরা কোন দলের সমর্থক তা তিনি জানেন না। রাজারহাট নিউ টাউনের যুব তৃণমূল সভাপতি আফতাবউদ্দিন বলেন, “অভিযুক্তেরা কোনও দলের সমর্থক কি না জানা নেই। আইন আইনের পথেই চলবে।” এই ঘটনায় আরও কারা জড়িত, তা দেখছে পুলিশ।