বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি (বিআইএন)-র ইমার্জেন্সিতে আসা গুরুতর অসুস্থ রোগীকে এসএসকেএমের ইমার্জেন্সি থেকে ট্রলি বা হুইলচেয়ার দেওয়া হয়নি বলে গুরুতর অভিযোগ উঠেছিল সপ্তাহ দুয়েক আগে। তাকে কেন্দ্র করে ঝড় বয়ে গিয়েছিল এসএসকেএমে। স্বাস্থ্য ভবন থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তদন্তে দেখা গিয়েছিল, শুধু ট্রলি বা হুইলচেয়ার নয়, পাশাপাশি অবস্থিত দুই ইমার্জেন্সির মধ্যে চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা সামগ্রী— সব বিষয়েই পারস্পরিক সহযোগিতায় খামতি রয়েছে। এমনকী, একে-অপরের রোগীকে প্রাণদায়ী ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রেও ঠেলাঠেলি করে বলেও জানা গিয়েছে। এই প্রবণতায় জীবন বিপন্ন হচ্ছে সাধারণ রোগীর। বৃহস্পতিবার এসএসকেএমের রোগী কল্যাণ সমিতির বৈঠকে অবশেষে দুই ইমার্জেন্সি মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ইমার্জেন্সির চিকিৎসক, নার্স বা চিকিৎসা সামগ্রী, কোনও কিছুই ভাগাভাগি হবে না।