—প্রতিনিধিত্বমূলক ছবি।
আর্থিক তছরুপের মামলায় চিটফান্ড সংস্থা ‘প্রয়াগ’-এর মালিক এবং তাঁর পুত্রকে গ্রেফতার করল ইডি। ইডি সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। দু’জনেই ওই অর্থলগ্নি সংস্থায় ডিরেক্টর পদে ছিলেন। অভিযুক্তদের নাম বাসুদেব বাগচী এবং অভীক বাগচী। অভীক মুম্বইতে ছিলেন বলে ইডি সূত্রে খবর। তাঁকে সেখানেই গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
মঙ্গলবার এই মামলাতেই প্রয়াগ গোষ্ঠীর মালিকানাধীন নিউ আলিপুরের একটি ফ্ল্যাটে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। জোকা-সহ শহরের আরও তিনটি জায়গায় তল্লাশি চলে। অভিযোগ, বাজার থেকে বিপুল পরিমাণ টাকা তুললেও, অর্ধেকেরও বেশি টাকা আমানতকারীদের ফেরায়নি সংস্থাটি।
চিটফান্ড সংক্রান্ত একটি মামলায় ২০১৭ সালের ১৫ মার্চ বাসুদেব এবং তাঁর পুত্র অভীককে গ্রেফতার করেছিল সিবিআই। এ বার তাঁদের গ্রেফতার করল ইডি। তদন্তে নেমেই দু’জনের বিরুদ্ধে ইসিআইআর (এফআইআর) দাখিল করেছিল ইডি। মঙ্গলবার দিনভর তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হল পিতা-পুত্রকে।