Accident

রাতের কলকাতায় পর পর দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি দুই কিশোরও

রাতের শহরে পর পর বেপরোয়া বাইক আরোহীদের মৃত্যুর ঘটনায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১৪:৪১
Share:

প্রতীকী ছবি।

রাতের কলকাতায় বেপরোয়া গতির বলি দুই কিশোর। মঙ্গলবার রাতে প্রিন্স আনওয়ার শাহ রোডে দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে সায়ন দানওপাত (১৯)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে, আলিপুরেও পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জয়কিশোর শর্মার। বাড়ি ফেরার সময় ওই কিশোর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে একটি লাইট পোস্টে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

এ ছাড়াও হেস্টিংস থানা এলাকাতেও মঙ্গলবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পেশায় বিমানসেবিকা ঋত্বিকা মজুমদারের।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে প্রিন্স আনওয়ার শাহ রোড থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন সায়ন। আচমকাই ইন্ডেন গ্যাস অফিসের কাছে তাঁর বাইক ‘স্কিড’ করে ধাক্কা মারে ডিভাইডারে। তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। সায়নের বাড়ি দক্ষিণ শহরতলির পূর্ব পুটিয়ারিতে।

Advertisement

আরও পড়ুন: রাতের শহরে লরির চাকায় পিষ্ট বিমানসেবিকা, গুরুতর জখম সঙ্গী

আরও পড়ুন: ‘অ্যাসিড আক্রমণের জন্য জীবন থেমে যেতে পারে না’

দ্বিতীয় ঘটনাটি ঘটে আলিপুর থানা এলাকার সেন্ট্রাল কোয়াটার-এ গেট নম্বর ২ এর সামনে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, জয়কিশোর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি লাইট পোস্টে ধাক্কা মারে। সেখানে দাঁড়িয়ে ছিলেন এক পথচারী। তিনিও বাইকের ধাক্কায় আহত হন। জয়কিশোরকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতের শহরে পর পর বেপরোয়া বাইক আরোহীদের মৃত্যুর ঘটনায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement