প্রতীকী চিত্র।
‘সাজা’ হিসেবে ৬০ দিনের জন্য বন্ধ থাকবে দু’টি হোটেলের পানশালা। সংক্রমণের বিধি-নিষেধ উপেক্ষা করে রাতভর হইহুল্লোড় করার ঘটনায় শহরের দু’টি পাঁচতারা হোটেলের বিরুদ্ধে এমনই ব্যবস্থা নিল আবগারি দফতর।
যদিও ওই ঘটনার পরেই পার্ক স্ট্রিটের হোটেলটির পানশালা বন্ধ করে দেওয়া হয়েছিল। এ বার বন্ধ করে দেওয়া হয়েছে এ জে সি বসু রোডের উপরে অবস্থিত অন্য হোটেলটির পানশালাও।
প্রসঙ্গত, পার্ক স্ট্রিটের এক পাঁচতারা হোটেলে কোভিড-বিধি উড়িয়ে মধ্যরাতে পার্টি চলছে, ১০ জুলাই এমন অভিযোগ পেয়ে সেই ঠিকানায় অভিযান চালায় কলকাতা পুলিশ। ওই ঘটনায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়। এর পরেই হোটেলটির বিরুদ্ধে তদন্ত শুরু করেন লালবাজারের গোয়েন্দারা। বেশ কয়েক বার হোটেলের একাধিক কর্মীকে লালবাজারে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। তদন্তে জানা যায়, সে দিনের পার্টিতে দেদার মদের আয়োজন করা হয়েছিল। কলকাতা পুলিশের পাশাপাশি আবগারি দফতরও একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার পর থেকে বন্ধ ছিল পার্ক স্ট্রিটের হোটেলটির পানশালা।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ জে সি বসু রোডের একটি পাঁচতারা হোটেলে গভীর রাতে অভিযান চালান আবগারি দফতরের আধিকারিকেরা। দেখা যায়, ওই হোটেলেও কোভিড-বিধি উড়িয়ে রাতভর পার্টি চলছিল। তদন্তে নেমে দুই হোটেল কর্তৃপক্ষকে ডেকে পাঠায় আবগারি দফতর। কয়েক দিন আগেই এই দুই হোটেলের কর্তৃপক্ষকে নিয়ে সংশ্লিষ্ট দফতরের অফিসে শুনানি চলে। দুই কর্তৃপক্ষের কাছে বিধিভঙ্গের কারণ জানতে চাওয়া হয় বলে সূত্রের খবর।
ওই শুনানির পরেই কঠোর পদক্ষেপ করল আবগারি দফতর। দফতর সূত্রের খবর, ৬০ দিনের জন্য দুই হোটেলের পানশালা খোলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ জে সি বসু রোডের হোটেলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে মঙ্গলবার থেকে। পার্ক স্ট্রিটের হোটেলের জন্য অবশ্য ঘটনার পরদিন থেকে গণনা হবে। কারণ সে দিন থেকেই কর্তৃপক্ষ বন্ধ রেখেছিলেন পানশালা।