প্রতীকী চিত্র।
কেষ্টপুরের সিদ্ধার্থনগরে শুক্রবার ভোরে তৃণমূলের একটি কার্যালয় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনার পিছনে বিজেপির বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আগুন লাগানো হয়েছে। বিজেপির দিকে তাঁরা অভিযোগের আঙুল তুলেছেন। শুক্রবার ওই ঘটনার প্রতিবাদে এলাকায় মিছিল করে তৃণমূল। রাতে প্রতিবাদ সভাও হয়।
তৃণমূল কর্মীরা জানান, কার্যালয়ের সামনে বাঁশ দিয়ে ঘেরা ছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলীয় নেতৃত্বের ছবি সংবলিত ব্যানার, হোর্ডিং, পতাকা লাগানো ছিল। সবই পুড়ে গিয়েছে। স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর বিকাশ নস্কর জানান, সিদ্ধার্থনগরে এর আগে তৃণমূল কর্মীদের উত্ত্যক্ত করা এবং হুমকি দেওয়া হয়েছে। আগুন লাগানোর পিছনে বিজেপির হাত রয়েছে বলেও তাঁর দাবি।
বিজেপি নেতা প্রভাকর মণ্ডলের পাল্টা দাবি, ‘‘অভিযোগ ভিত্তিহীন। ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই। তৃণমূলের নিজের ঘর ভাঙছে। দৃষ্টি ঘোরাতে এমন ঘটনার দায় চাপানো হচ্ছে বিজেপির উপরে।’’ ঘটনার তদন্ত করছে বিধাননগর কমিশনারেটের পুলিশ।