গাছ পড়ে মৃত বাইকচালক

পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেন্টিভ সায়ন শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার অফিস থেকে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ১০টা নাগাদ ফোর্ট উইলিয়ামের বাবু গেটের কাছে কে পি রোডে একটি গাছ আচমকাই রাস্তায় পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৯ ০২:২১
Share:

প্রতীকী ছবি।

রাতের শহরে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন এক যুবক। পুলিশ জানিয়েছে, ফোর্ট উইলিয়ামের কাছে কে পি রোডে আচমকাই একটি গাছ মোটরবাইকের উপরে পড়লে চালক গুরুতর আহত হন। পুলিশ তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সায়ন মুখোপাধ্যায় (২৬)। তিনি খড়দহের পানশিলার বাসিন্দা।

Advertisement

পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেন্টিভ সায়ন শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার অফিস থেকে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ১০টা নাগাদ ফোর্ট উইলিয়ামের বাবু গেটের কাছে কে পি রোডে একটি গাছ আচমকাই রাস্তায় পড়ে। তদন্তকারীরা জানান, গাছটি সায়নের উপরে পড়ায় তিনি গুরুতর চোট পান। পুলিশ জানিয়েছে, চালকের মাথায় হেলমেট থাকলেও শরীরের অন্যান্য অংশে গুরুতর চোট লাগে। ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে। শুক্রবার রাত আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়। সহকর্মী সুমন সাহা শুক্রবার রাত দশটা নাগাদ সায়নের মোবাইলে ফোন করে দুর্ঘটনার কথা জানতে পারেন। পরে তিনি সায়নের পরিবারকে জানান। সুমনবাবু বলেন, ‘‘সায়নের সঙ্গে শনিবার আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল। সেই জন্যই শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ওকে ফোন করি। ফোনের ও প্রান্তে পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তি দুর্ঘটনার কথা জানান।’’ শুক্রবার রাতেই এসএসকেএম হাসপাতালে যান সুমনবাবু। পরে সায়নের বাড়ির লোকেরা হাসপাতালে পৌঁছন।

সুমনবাবুর অভিযোগ, ‘‘শুক্রবার রাতে কোনও ঝড় হয়নি। কী ভাবে একটা বড় গাছ এই ভাবে পড়ে গেল?’’ সায়নের পরিবারের সদস্যদের দাবি, ‘‘পুলিশ ঘটনার তদন্ত করুক।’’ মৃতের পরিবারের অভিযোগ প্রসঙ্গে ডিসি (সাউথ) মিরাজ খালিদ বলেন, ‘‘গাছটি পোকায় খেয়ে নষ্ট হয়েছিল। তাই আচমকাই রাস্তায় পড়ে যায়। দুর্ভাগ্যবশত সেই সময়েই মোটরবাইক নিয়ে ওই জায়গা দিয়েই যাচ্ছিলেন ওই যুবক।’’একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement