টালা বাসরুট নিয়ে তিন পক্ষের বৈঠক

সোমবার পরিবহণ  ভবনে বাসমালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দফতরের আধিকারিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ০৪:০১
Share:

ফাইল চিত্র।

টালা ব্রিজকে কেন্দ্র করে রুট বদলের জেরে বন্ধ হয়ে যাওয়া বাস পরিষেবার অচলাবস্থা কাটাতে তৎপর হল পরিবহণ দফতর।

Advertisement

সোমবার পরিবহণ ভবনে বাসমালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দফতরের আধিকারিকরা। ওই বৈঠকে হাজির ছিলেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের আধিকারিকরাও। সূত্রের খবর, সবপক্ষের সঙ্গে আলোচনার পরে বেশ কিছু বাসরুটকে সংক্ষেপিত করা হতে পারে। নতুন ব্যবস্থায় বাসমালিকদের পক্ষ থেকে ৩২এ, ৭৮, ৭৮-এ, ২০১, ২০২, ২১৪, ২২২, ৩৪বি এবং ৩৪সি রুটে অদলবদল করার প্রস্তাব রয়েছে। ব্যারাকপুর-ধর্মতলা ৭৮ নম্বর রুটের বাসকে পাইকপাড়া থেকে ব্যারাকপুরের মধ্যে চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

৩৪বি রুটের বাস আগের ধর্মতলা-ডানলপের বদলে নতুন রুটে ফুলবাগান থেকে রাজাবাজার, দমদম রোড, নাগেরবাজার, লেকটাউন হয়ে উল্টোডাঙার হাডকো মোড় পর্যন্ত চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পরিবহণ দফতরের সঙ্গে এ দিনের বৈঠকে বাসের ভাড়া বাড়ানোর কোনও দাবি জানানো হয়নি বলেই বাসমালিক সংগঠন সূত্রে খবর। এ প্রসঙ্গে জানতে চাইলে নর্থ কলকাতা বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, " বেশ কিছু বাসকে পাইকপাড়া পর্যন্ত চালানোর পাশপাশি কিছু বাসকে চিৎপুর ব্রিজ দিয়ে ঘোরানোর কথা বলেছি। দমদম রোড দিয়ে ইএম বাইপাসের দিকেও কিছু বাস চালানোর প্রস্তাব রয়েছে। পরিবহণ দফতর চূড়ান্ত সিদ্ধান্ত নিলে নতুন রুটে বাস চলবে।"

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement