এ বার পুজোর মুখ রূপান্তরকামী

পুজোর থিম-ভাবনার সঙ্গে তাল মিলিয়েই ঠিক হয়েছে রূপান্তরকামী এক মানুষকে মেলে ধরার চেষ্টা। তবে এগোতে হয়েছে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যেই।

Advertisement

প্রদীপ্তকান্তি ঘোষ

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ০১:৪৩
Share:

মেঘ সায়ন্তন ঘোষ।ছবি ইউটিউব।

উৎসব ‘সর্বজনীন’! মা দুর্গার চোখে নাকি সবাই সমান! কথাগুলো যতটা সহজে উচ্চারণ করা হয়, বাস্তবে তার অনুশীলনে নানা খামতি থেকেই যায়।

Advertisement

ছুতমার্গের সেই বেড়া ভেঙে এগিয়ে এ বার এক ধরনের নজির গড়ছে বাগুইআটির একটি পুজো। এ বছর তাদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ রূপান্তরকামী মেঘ সায়ন্তন ঘোষ। পুজোর থিম-ভাবনার সঙ্গে তাল মিলিয়েই ঠিক হয়েছে রূপান্তরকামী এক মানুষকে মেলে ধরার চেষ্টা। তবে এগোতে হয়েছে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যেই।

বাগুইআটি জোড়ামন্দিরের কাছে ওই পুজোটির থিমের ক্যাচলাইন, ‘হাজার চোখের মাঝে বিশ্বের বড় চোখ’। দেবীর তৃতীয় নয়নের আদলে এই চোখে যে সকলেই সমান, তা-ই বলতে চাইছে পুজোর উপস্থাপনা। আর দেবীর সমদৃষ্টির মধ্যে যে কোনও ধরনের লিঙ্গ-বৈষম্য দূরে হটানোর ভাবনাও মেলে ধরা হচ্ছে। এটা বোঝাতেই ডাক দেওয়া হয়েছে সায়ন্তনকে। থিমের রূপকার মিয়াজের কথায়, ‘‘পুরুষ, মহিলা বা তৃতীয় লিঙ্গভুক্ত— সম্ভাবনার দিক থেকে যে কেউই কম নন, সেটাই তুলে ধরতে চাইছি।’’

Advertisement

রূপান্তরকামীদের একটি সংগঠনের সঙ্গে নাচের চর্চা করেন সায়ন্তন। ‘আমি চিত্রাঙ্গদা’ নামে একটি নৃত্য উপস্থাপনায় সম্প্রতি রবীন্দ্র-ভাবনায় সমাজের ছকে বাঁধা লিঙ্গ ভাবনাকে ভাঙতে চেয়েছেন তাঁরা। কয়েক বছর ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনের জন্য ঋতুপর্ণ ঘোষের নামে একটি পুরস্কার আয়োজনের সঙ্গেও সায়ন্তন যুক্ত। পেশায় তিনি আবার এক জন উকিলও। শাড়ি পরে কোর্টে কাজ করার সময়ে কোনও কোনও মহলে তীব্র বিদ্রুপেরও শিকার সায়ন্তন। কিন্তু, হার মানেননি। আলিপুর আদালতে সদ্য বিবাহ বিচ্ছেদের একটি মামলায় সায়ন্তনের জয় রূপান্তরকামীদের যুদ্ধ জয়েরই একটি স্মারক বলে চিহ্নিত। বৈষম্য ঠেলে সবার সঙ্গে সমান তালে এগিয়ে চলার প্রতীক হিসেবে সেই সায়ন্তনকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করছে বাগুইআটির পুজোটি।

রূপান্তরকামীদের মেনে নিতে খাস কলকাতায় সমাজ এখনও অনেকটাই দ্বিধাগ্রস্ত। এই দ্বিধাই ভাঙছে বাগুইআটির পুজো। সায়ন্তন বলছিলেন, ‘‘গড়িয়ার রামগড় ও গড়িয়াহাট এলাকার দুটো পুজো আমাকে থিমের কাজে ব্যবহার করতে চাইছিল। কিন্তু শেষমেশ তাঁরা পিছিয়েই আসেন। গড়িয়াহাটের পুজো তো আমাদের দলের নাচের অনুষ্ঠানও বাতিল করে দেয়।’’

পুজোর আসরে রূপান্তরকামীদের কথা অবশ্য আগেও উঠে এসেছে। কয়েক বছর আগে উত্তর কলকাতার একটি পুজোমণ্ডপে দেবীমূর্তি ছিল অর্ধনারীশ্বর। তাতেও রূপান্তরকামী নারী বা পুরুষ সত্তার উদ্‌যাপনেরই ছোঁয়া দেখেছিলেন অনেকে। অনেক আগে রূপান্তরকামীরা পুজোর থিম-যুদ্ধের বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হওয়ার সুযোগ পেয়েছেন। তবু সার্বিক ভাবে পুজোর থিমের সঙ্গে রূপান্তরকামীদের প্রত্যক্ষ ভাবে জড়িয়ে থাকার নজির খুব বেশি নেই। সে-দিক থেকেও ছক ভাঙছে বাগুইআটির পুজো।

পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর মতে, ‘‘মহাভারতে শিখণ্ডীরাও যথেষ্ট সম্মান পেতেন। কলকাতার পুজোর এই প্রয়াস রূপান্তরকামীদের মূল স্রোতে আনতে সাহায্য করবে বলেই মনে হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement