কলকাতার বাইরে চলে যাচ্ছে কলকাতা পুলিশের ট্রেনিং স্কুল।
বহু বছর ধরে আচার্য জগদীশচন্দ্র বসু রোডের ধারে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস) ছিল শহরের অন্যতম ‘ল্যান্ডমার্ক’। সেই স্কুল এ বার ঠিকানা বদলে যাচ্ছে হাওড়ার ডুমুরজলায়। সেখানেই গড়ে তোলা হয়েছে কলকাতা পুলিশের কর্মী-অফিসারদের আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র। শনিবার তার উদ্বোধন করেছেন পুলিশ কমিশনার রাজীব কুমার। ছিলেন পুলিশ হাউসিং বোর্ডের এমডি শিবাজী ঘোষ।
লালবাজার সূত্রের খবর, এত দিন কনস্টেবল নিয়োগের পরে তার প্রশিক্ষণ হত পুলিশ ট্রেনিং স্কুল ডালান্ডা হাউসে। সেখানেই হত অফিসার এবং পুলিশের বিশেষ বাহিনীর প্রশিক্ষণও। একসঙ্গে প্রায় ৩০০ জনের প্রশিক্ষণের ব্যবস্থা ছিল এই স্কুলে। তবে সূত্রের খবর, ঠিকানা বদল হলেও বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রশিক্ষণ আপাতত ডালান্ডা হাউসেই হবে।
পুলিশকর্তাদের একাংশ জানাচ্ছেন, সময়ের সঙ্গে সঙ্গে বাহিনীর প্রশিক্ষণের ধরন বদলেছে। সে কথা মাথায় রেখেই
ডুমুরজলায় পুলিশ হাউসিং বোর্ডের তরফে গড়ে তোলা হয়েছে
নতুন প্রশিক্ষণ কেন্দ্র। কী কী সুবিধা রয়েছে সেখানে?
সূত্রের খবর, বর্তমান পিটিএসে একটি মাত্র মাঠ ছিল। সেখানেই খেলার পাশাপাশি চলত প্রশিক্ষণ। নতুন কেন্দ্রে একটি ফুটবল মাঠ ছাড়াও রয়েছে প্রশিক্ষণের জন্য পৃথক মাঠ। সেখানে একসঙ্গে প্রশিক্ষণ নিতে পারবেন ১২০০-র বেশি পুলিশকর্মী। তবে আপাতত ৫০০ জনের প্রশিক্ষণ চালু হয়েছে। লালবাজারের এক কর্তা জানান, নতুন কেন্দ্রে থাকছে আধুনিক ক্লাসরুম, উন্নত ফায়ারিং রেঞ্জ ও সুইমিং পুল। শারীরিক দক্ষতা বাড়াতে থাকছে বিভিন্ন ধরনের
কঠোর প্রশিক্ষণও।