রাজনৈতিক দলের জোড়া মিছিলে মঙ্গলবার যানজটে আটকে গেল ধর্মতলা সংলগ্ন একাধিক রাস্তা। প্রায় স্তব্ধ হয়ে যায় মধ্য এবং উত্তর কলকাতার একাংশ।
লালবাজার সূত্রে খবর, এ দিন কলেজ স্কোয়্যার ও ধর্মতলা থেকে দু’টি রাজনৈতিক দলের মিছিল বেরোনোয় বেলা ১১টার পর থেকে মৌলালি, এস এন ব্যানার্জি রোডে গাড়ির গতি কমে যায়। পুলিশ সূত্রে খবর, বিজেপি-র একটি মিছিল কলেজ স্কোয়্যার থেকে শুরু হয়ে ধর্মতলায় পৌঁছয়। মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা খুব বেশি ছিল না। কিন্তু সেটি যখন ধর্মতলায় পৌঁছয়, তখন সেখান থেকে বামপন্থীদের একটি মিছিল শুরু হয়। ফলে সংলগ্ন বিভিন্ন রাস্তায় যানজটে স্থবির হয়ে যায়।
তবে বিজেপি-র মিছিলের থেকেও এসএফআই সমর্থকদের মিছিল নিয়েই পুলিশের উপরে চাপ ছিল বেশি। কয়েক দিন আগে গ্রেফতার হওয়া কয়েক জন নেতা-নেত্রীর এ দিন জামিন পাওয়ার কথা ছিল। এ দিন ওই আট নেতা-নেত্রীর জামিনের দাবিতে এসএফআই ও ডিওয়াইএফআই-এর শ’পাঁচেক সমর্থক ধর্মতলার ওয়াই চ্যানেলে জড়ো হন। প্রেস ক্লাব, আকাশবাণী, বাবুঘাট হয়ে ব্যাঙ্কশাল কোর্টের সামনে পৌঁছন তাঁরা। ফলে উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতা থেকে আসা বেশির ভাগ গাড়িই ধর্মতলায় এসে আটকে পড়ে। একটা সময়ে পুরো চাপটা ধর্মতলায় পড়লেও শিয়ালদহ থেকে শুরু করে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়েও গা়ড়ি আটকে যায়।