মদন মিত্র। —ফাইল চিত্র।
তৃণমূল বিধায়ক মদন মিত্র অসুস্থ। জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠদের সূত্রে খবর, শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় সোমবারই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন মদন।
বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে। মদনের ঘনিষ্ঠ সূত্রে খবর, সোমবার দুপুরে শারীরিক অসুস্থতার মধ্যেও বিধানসভা গিয়েছিলেন বিধায়ক। বিধানসভায় খানিকটা অসুস্থ বোধ করেন তিনি। রাতের দিকে সমস্যা বৃদ্ধি পাওয়ায় মদনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের একটি সূত্রে খবর, সোমবার রাত পৌনে ৯টা নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি করানো হয় মদনকে। চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান করছেন চিকিৎসকেরা। তবে পরীক্ষার রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হবেন তাঁরা।
প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। তবে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। ইতিমধ্যে বেশ কিছু ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তবে সেগুলির রিপোর্ট এখনও আসেনি। অন্য দিকে, মদনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন বিধায়কের রাজনৈতিক সতীর্থ থেকে সমর্থকেরা। বিধায়কের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নিতে শুরু করেছেন তাঁরা।