কাটমানির প্রতিবাদে এমনই ব্যানার পড়েছে ৫০ নম্বর ওয়ার্ডে। ছবি: নিজস্ব চিত্র।
ফের ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এ বার অভিযুক্ত ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দে। বুধবার সকালে সন্তোষ মিত্র স্কোয়ারের আশপাশের এলাকায় কাউন্সিলরের নামে পোস্টার, ব্যানার দেখা যায়। তাতে বেআইনি নির্মাণে টাকা নেওয়ার অভিযোগ যেমন রয়েছে, তেমনই কাউন্সিলর এবং তাঁর আত্মীয়দের সম্পত্তির হিসাবও দেওয়া হয়েছে।
‘কাটমানি’র ওই পোস্টার নিয়ে এলাকাতে জল্পনা শুরু হয়েছে। কাউন্সিলর মৌসুমী দে অবশ্য নিজের দলের একাংশের কর্মীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য, “ভোট আসছে। আমাকে সরিয়ে হয়তো কেউ দাঁড়াতে চাইছেন। তৃণমূলের লোকও জড়িত থাকতে পারে। আগের বারও আমার বিরুদ্ধে নানা রটনা রটেছে। এ বার আগে থেকেই আমার নামে এমন কুরুচিকর ব্যানার দেওয়া হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, কার থেকে আমি টাকা নিয়েছে? প্রমাণ দিক।” নিজের দলের দিকে আঙুল তুললেও, এতে বিজেপি জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
হবু স্বামীর মৃত্যু বাইক দুর্ঘটনায়, কয়েক ঘণ্টার মধ্যে ‘গুড বাই’ লিখে আত্মঘাতী তরুণী
কিছু দিন আগেই ৫৭ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জীবন সাহার বিরুদ্ধেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল। এ বার আরও এক কাউন্সিলরের বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ ওঠায় অস্বস্তিতে তৃণমূল।