kolkata police

আক্রান্ত আরও ৩ পুলিশ

জোড়াসাঁকো থানার ওই এসআই সম্প্রতি হাসপাতালে অ্যাঞ্জিয়োগ্রাম করাতে গেলে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২০ ০২:০১
Share:

কলকাতা পুলিশ। প্রতীকী চিত্র।

কলকাতা পুলিশের আরও তিন কর্মীর দেহে মিলল করোনাভাইরাস। বৃহস্পতিবার জোড়াসাঁকো থানার এক এসআই, ময়দান থানার এক এএসআই এবং মানিকতলার এক মহিলা এসআইয়ের রিপোর্ট পজ়িটিভ এসেছে। একের পর এক পুলিশ আধিকারিক আক্রান্ত হওয়ার খবরে প্রায় সব থানায় আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

জোড়াসাঁকো থানার ওই এসআই সম্প্রতি হাসপাতালে অ্যাঞ্জিয়োগ্রাম করাতে গেলে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। এ দিন সেই রিপোর্ট এসেছে। ময়দান থানার ওই এএসআই ৩০ এপ্রিল জ্বর নিয়ে বাঙুর হাসপাতালে গেলে তাঁকে হোম কোয়রান্টিনে থাকতে বলা হয়েছিল। ৩ মে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করানো হয়। ওই থানার এক কনস্টেবলকে হোম কোয়রান্টিনে রাখা হয়েছে। যে পুলিশ আবাসনে মানিকতলার ওই মহিলা এসআই থাকেন, সেখানকার বাসিন্দা উল্টোডাঙা ট্র্যাফিক গার্ডের এক গাড়িচালকের মা আক্রান্ত। চালকের বাবার রিপোর্ট নেগেটিভ। ওই কর্মী ও তাঁর স্ত্রীকে হোম কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে। কিন্তু এসআইয়ের রিপোর্টের খবরে আবাসনে আতঙ্ক ছড়িয়েছে।

অন্য দিকে, প্রগতি ময়দান থানার এক আধিকারিকের স্ত্রীর রিপোর্ট পজ়িটিভ এসেছে। দিন কয়েক আগে ওই আধিকারিক আক্রান্ত বলে জানা যায়। তবে ওই থানার কয়েক জন পুলিশকর্মীর রিপোর্ট নেগেটিভ।

Advertisement

আরও পড়ুন: ‘নরম’ পুলিশ, তাই কি অবাধে বিধিভঙ্গ

কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডকে কেয়ারটেকার হিসাবে ৪ সপ্তাহ কাজ চালানোর অনুমতি

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement