Durga Puja

পুজো নিয়ে গুজবে ধৃত আরও তিন

মঙ্গলবার নবান্নে পুলিশ দিবস উপলক্ষের অনুষ্ঠানে দুর্গাপুজো সংক্রান্ত ভুয়ো খবর ঠেকাতে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ০১:৫২
Share:

—প্রতীকী চিত্র।

সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুজো নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শুভ্র দে, কেশবচন্দ্র মণ্ডল এবং শুভজিৎ ঘোষ। শুভ্র সাউথ সিঁথি রোডের বাসিন্দা, কেশবচন্দ্রের বাড়ি রিজেন্ট পার্ক থানা এলাকায়, শুভজিৎ ই এম বাইপাসের পঞ্চসায়র থানা এলাকায় থাকেন। কেশব ও শুভজিৎকে বুধবার গভীর রাতে গ্রেফতার করে লালবাজারের সাইবার থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শুভ্রকে ধরে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ‘‘দুর্গাপুজো নিয়ে সব চেয়ে পুরনো ভুয়ো পোস্ট শুভ্রই ছড়িয়েছেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

Advertisement

মঙ্গলবার নবান্নে পুলিশ দিবস উপলক্ষের অনুষ্ঠানে দুর্গাপুজো সংক্রান্ত ভুয়ো খবর ঠেকাতে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বুধবার বরাহনগর এবং ঘোলা থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

দুর্গাপুজোর বিধিনিষেধ সংক্রান্ত একটি ভুয়ো পোস্ট সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ওই পোস্ট যে ভুয়ো, ইতিমধ্যেই সে কথা জানিয়েছে কলকাতা পুলিশ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘দুর্গাপুজোর সময়ে কাউকে

Advertisement

রাস্তায় বেরোতে দেওয়া হবে না বলে ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সারা রাত কার্ফু থাকবে। আমি বলি, এরা কোন হরিদাস, অর্ধশিক্ষিত? দুর্গাপুজো নিয়ে যারা বড় বড় কথা বলছে এবং ঝামেলা পাকানোর চেষ্টা করছে, তারা রেহাই পাবে না।’’ সে দিন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কঠোর হয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত তিন জনই সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুজো নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিলেন। তাঁরা ভুয়ো পোস্ট তৈরিও করেছেন। পুলিশের এক কর্তা বলেন, ‘‘ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। ওঁদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement