আড়াই কোটির মাদক-সহ ধৃত তিন

পুলিশ জানায়, ধৃতদের নাম মহম্মদ আমির খান, সৈয়দ কাজু দেওয়ান এবং মহম্মদ পশমউদ্দিন। আমিরের বাড়ি মণিপুরে এবং কাজুর বাড়ি অসমে। পশমউদ্দিন উত্তর দিনাজপুরের ইসলামপুরের চকচকির বাসিন্দা। আমির ও কাজু উত্তর-পূর্বাঞ্চলের মাদক চক্রের চাঁই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ০৩:১০
Share:

—প্রতীকী চিত্র

এক লক্ষ নিষিদ্ধ মাদক ট্যাবলেট-সহ তিন জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তাদের কাছ থেকে আটক হয়েছে প্রচুর পরিমাণ হেরোইনও। ধৃতদের মধ্যে দু’জন উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা। বাকি এক জনের বাড়ি উত্তর দিনাজপুরে। শীতকালীন উৎসবে কোনও পার্টিতে সরবরাহ করার জন্য এই মাদক আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Advertisement

পুলিশ জানায়, ধৃতদের নাম মহম্মদ আমির খান, সৈয়দ কাজু দেওয়ান এবং মহম্মদ পশমউদ্দিন। আমিরের বাড়ি মণিপুরে এবং কাজুর বাড়ি অসমে। পশমউদ্দিন উত্তর দিনাজপুরের ইসলামপুরের চকচকির বাসিন্দা। আমির ও কাজু উত্তর-পূর্বাঞ্চলের মাদক চক্রের চাঁই।

লালবাজার জানিয়েছে, বুধবার গোয়েন্দারা চৌবাগা ক্যানাল রোডে হানা দিয়ে তিন জনকে পাকড়াও করেন। পরে তল্লাশির পরে প্রায় ১ কিলোগ্রাম হেরোইন এবং ১ লক্ষ ২০ হাজারটি ইয়াবা ট্যাবলেটও মেলে। মোট বাজেয়াপ্ত হওয়া মাদকের অর্থমূল্য অন্তত আড়াই কোটি টাকা।

Advertisement

গোয়েন্দা সূত্রের দাবি, সম্প্রতি বিভিন্ন পার্টিতে ‘ইয়াবা’ ট্যাবলেটের চল বেড়েছে। বড়দিন এবং বর্ষশেষে শহরে এবং শহরতলির বিভিন্ন ফ্ল্যাটে পার্টির আয়োজন করা হয়। সেই সব জায়গায় মাদক সেবন ও মাদকের কারবারও চলে। সেই সব পার্টিতেই জোগান দেওয়ার জন্য এই মাদক আনা হয়েছিল। প্রাথমিক ভাবে গোয়েন্দা সূত্রের দাবি, উত্তর-পূর্বের মায়ানমার সীমান্ত পেরিয়ে এ দেশে এই ট্যাবলেট ঢুকেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement