তরুণীকে গণধর্ষণে ধৃত দুই নাবালক-সহ তিন জন

পুলিশ জানায়, দুই নাবালক ছাড়া তৃতীয় অভিযুক্তের নাম অরবিন্দ কুমার। বছর কুড়ির ওই যুবক আদতে বিহারের ছাপরার বাসিন্দা। এখন নারকেলডাঙায় মামাবাড়িতে থাকে। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ০১:৪৭
Share:

প্রতীকী ছবি।

বেলেঘাটায় ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই নাবালক-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নারকেলডাঙা থানা এলাকা থেকে তাদের ধরা হয়। তরুণীর পরিবারের অভিযোগ, গত ৭ অক্টোবর পিয়ারিমোহন গার্ডেন লেনের একটি নির্মীয়মাণ বাড়িতে ওই গণধর্ষণের ঘটনা ঘটেছিল।

Advertisement

পুলিশ জানায়, দুই নাবালক ছাড়া তৃতীয় অভিযুক্তের নাম অরবিন্দ কুমার। বছর কুড়ির ওই যুবক আদতে বিহারের ছাপরার বাসিন্দা। এখন নারকেলডাঙায় মামাবাড়িতে থাকে। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

ঘটনার অব্যবহিত পরেই তরুণীর পরিবারের অভিযোগ পেয়ে ওই তিন জনের খোঁজে তল্লাশি চালান তদন্তকারীরা। কিন্তু তারা পালিয়ে বেড়াচ্ছিল। মঙ্গলবার গোপন সূত্রে খবর মেলে যে, অভিযুক্তেরা নিজেদের বাড়িতে রয়েছে। তারা তাদের বাড়ি থেকেই গ্রেফতার হয়।

Advertisement

পুলিশ জানায়, ইতিমধ্যেই ওই তরুণীর গোপন জবানবন্দি গ্রহণ করার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। ব্যাঙ্কশাল আদালতের ১৯ নম্বর ম্যাজিস্ট্রেটের আদালতে কয়েক দিনের মধ্যেই সেই জবানবন্দি গ্রহণ করা হবে। সরকারি হাসপাতালে তরুণীর শারীরিক পরীক্ষাও হয়েছে বলে পুলিশ জানায়।

বুধবার অভিযুক্ত দুই নাবালককে জুভেনাইল আদালতে পেশ করা হয়। অরবিন্দকে হাজির করানো হয় শিয়ালদহ আদালতের বিচারক শুভদীপ রায়ের এজলাসে। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানান, অভিযুক্তের শারীরিক পরীক্ষার আবেদন জানানো হলে বিচারক তা মঞ্জুর করে ওই যুবককে ৪ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement