এলাকা কন্টেনমেন্ট জ়োন। তবে তাতেও মাস্ক না-পরে বাইরে বেরোনোর প্রবণতায় রাশ টানা যায়নি মধ্যমগ্রামে।
কলকাতার ন’টি জায়গাকে নতুন করে কন্টেনমেন্ট জ়োন ঘোষণা করা হল। সেই তালিকা থেকে বাদ গেল আগের একটি জায়গা। ফলে শনিবার থেকে কলকাতা পুর এলাকায় কন্টেনমেন্ট জ়োনের মোট সংখ্যা দাঁড়াল ৩২। ১৫ জুলাই এই পুর এলাকায় ওই জ়োনের সংখ্যা ছিল ২৪টি।
কলকাতা পুলিশ ও পুরসভা সূত্রের খবর, কন্টেনমেন্ট জ়োনের তালিকায় নতুন সংযোজিত এলাকাগুলি হল সিআইটি রোডের একটি আবাসন, চাউলপট্টির একটি বস্তি, মতিলাল বসাক লেনের বাড়ি ও আবাসন, রাজা গোপীমোহন স্ট্রিট, কৈলাস বসু রোডের বাড়ি ও আবাসন, রামমোহন মল্লিক গার্ডেন লেনের একটি আবাসন, জাজেস কোর্ট রোডের একটি আবাসন, চেতলা রোডের একটি আবাসন, রাজপুর ডি-ব্লকের একটি বস্তি এবং মহারানি ইন্দিরাদেবী রোডের একাংশ (পল্লিশ্রী মোড় থেকে খেজুর বাগান)।
তালিকা থেকে বাদ গিয়েছে বকুলবাগান রো-এর একটি বস্তি, রামকৃষ্ণ সমাধি রোডের আবাসনের একটি ফ্ল্যাট।
পুরসভা সূত্রের খবর, যে সব কন্টেনমেন্ট জ়োনে গত কয়েক দিন ধরে নতুন করে কেউ সংক্রমিত হচ্ছেন না, সেই অঞ্চলগুলি তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে পুরসভার দাবি, তাদের নজরদারি বহাল থাকছে।