পুরসভায় দুই শিফটে আসবেন কর্মীরা

পুরসভা সূত্রের খবর, কারও জ্বর, কাশি-সহ অন্য উপসর্গ থাকলে তিনি যাতে কর্মস্থলে না-আসেন, তা-ও বলে দেওয়া হয়েছে নির্দেশিকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ০৬:১২
Share:

ফাইল চিত্র।

সরকারি কর্মীদের দু’টি শিফটে অফিসে আসতে হবে বলে সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য। এ বার কলকাতা পুর কর্তৃপক্ষও তাঁদের কর্মীদের দু’টি শিফটে আসার জন্য নির্দেশিকা জারি করলেন। বলা হয়েছে, কিছু কর্মী সকাল সাড়ে ন’টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত অফিস করবেন। অন্য দলের কর্মীরা কাজ করবেন বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। তবে জরুরি বিভাগের কর্মীদের শিফটে ভাগ করা হচ্ছে না।

Advertisement

প্রসঙ্গত, এর আগে রাজ্য সরকার তাদের ৭০ শতাংশ কর্মীকে উপস্থিত থাকতে হবে বলে জানালেও কলকাতা পুরসভা ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক করে। তার পরেই প্রশ্ন উঠেছিল, পুরসভায় সব কর্মী-আধিকারিক একসঙ্গে এলে করোনা প্রতিরোধে স্বাস্থ্য-বিধি কী ভাবে মানা সম্ভব? সেই পরিপ্রেক্ষাতেই এই নতুন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

পুরসভা সূত্রের খবর, কারও জ্বর, কাশি-সহ অন্য উপসর্গ থাকলে তিনি যাতে কর্মস্থলে না-আসেন, তা-ও বলে দেওয়া হয়েছে নির্দেশিকায়। এ ছাড়াও বলা হয়েছে, অফিসে দূরত্ব-বিধি মেনে বসতে হবে। ব্যবহার করতে হবে মাস্ক এবং স্যানিটাইজ়ার। শৌচাগারও একাধিক বার জীবাণুমুক্ত করা হবে। এক পুর আধিকারিক জানান, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, যে কর্মীরা বাসে করে আসেন তাঁদের প্রথম শিফটে কাজ করতে বলা হবে। যাঁরা অফিসের কাছাকাছি থাকেন, তাঁরা কাজ করবেন দ্বিতীয় শিফটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement