মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা শুরু হতেই পরীক্ষাকেন্দ্রে অজ্ঞান হয়ে পড়ল এক ছাত্রী। প্রতীকী ছবি।
মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা শুরু হতেই পরীক্ষাকেন্দ্রে অজ্ঞান হয়ে পড়ল এক ছাত্রী। তবে তা সত্ত্বেও নিজের পরীক্ষা শেষ করতে পেরেছে সে। কলকাতা পুলিশের সাহায্যে শহরের একটি সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আবার পরীক্ষাকেন্দ্রে ফিরে এসে জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রের উত্তর দেয়। সাময়িক ভাবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও মাধ্যমিকের পরীক্ষা শেষ করায় কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ছাত্রীটির পরিবার।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সংঘমিত্রা বিদ্যালয়ে জীবন বিজ্ঞানের পরীক্ষা দিতে গিয়েছিলেন মিমুনা হক নামে এক পরীক্ষার্থী। সে খিদিরপুর বালিকা বিদ্যামন্দিরের ছাত্রী। তবে পরীক্ষা শুরু হতেই অচৈতন্য হয়ে পড়ে সে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে বিএনআর সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান পশ্চিম বন্দর থানার পুলিশ আধিকারিকেরা। সেখানে প্রাথমিক চিকিৎসা চলে ছাত্রীটির। কিছু ক্ষণ পর তার জ্ঞান ফিরলে হাসপাতাল থেকে ছাড়া পায় সে। এর পর পুলিশ আধিকারিকদের সাহায্যে আবার পরীক্ষাকেন্দ্রে ফিরে আসে ছাত্রীটি। সেখানে জীবন বিজ্ঞানের পরীক্ষা দেয়।