—প্রতীকী চিত্র।
কলকাতা শহরের বেআইনি নির্মাণ রুখতে এ বার কড়া আইনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। আসন্ন বাজেট অধিবেশনেই এই সংক্রান্ত বিষয়ে সংশোধনী বিল পাশ করা হবে বলে বিধানসভার সচিবালয় সূত্রে খবর। গত কয়েক বছরে কলকাতা শহরে বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছে পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিমের সপ্তাহিক কর্মসূচি ‘টক টু মেয়র’-এও বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ জমা পড়ে প্রায়শই। সেই সব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই বদল হতে চলেছে কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ আইন।
নতুন আইন কী হবে, কোন কোন নিয়ম সংযোজন হবে বা বাদ যাবে, তা ঠিক করতে কমিটি গড়েছিল পুরসভা। সেই কমিটি ইতিমধ্যেই প্রস্তাবিত ‘বিল্ডিং’ আইনের খসড়া তৈরি করেছে। কমিটি তাদের প্রস্তাব জমা দিয়েছিল পুরসভার কাছে। মেয়র পারিষদের বৈঠকে তা পাশ হবে, তারপরে রাজ্য সরকারের অনুমোদন পেয়ে নতুন সংশোধনী বিল হিসাবে বিধানসভায় পেশ করা হবে। সেই বিল পাশ হয়ে গেলে তা পাঠানো হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। তাঁর হস্তাক্ষর পেলেই বেআইনি নির্মাণ রুখতে তা আইনে পরিণত হবে।
কলকাতা পুরসভার একটি সূত্র জানাচ্ছে, ১৫ বছর পর পুরসভার ‘বিল্ডিং’ আইনে পরিবর্তন হবে। নতুন আইন প্রসঙ্গে কলকাতা পুরসভার এক আধিকারিক বলেন, ‘‘২০০৯ সালে বামফ্রন্টের বিকাশ ভট্টাচার্য মেয়র থাকাকালীন শেষ বার আইনে বদল আনা হয়েছিল। শহরের পরিবেশ ও চরিত্র দুয়েরই বদল হয়ে গিয়েছে। বর্তমান আইনে নিত্য নতুন সমস্যা, জটিলতা সামনে আসছে। এ ক্ষেত্রে যেমন পর্যাপ্ত জায়গার অভাবে আইন মেনে বাড়ি বানাতে পারছেন না নাগরিকরা। তেমনই সেই সুযোগে বাড়ছে অবৈধ নির্মাণের প্রবণতা। আবার পুরনো আইনের ফাঁক গলেও বেআইনি কাজ হচ্ছে। তাই নতুন আইন তৈরি আবশ্যিক হয়ে পড়েছে।’’ সেই আইন তৈরি হয়ে গেলে পুরসভাও বেআইনি নির্মাণ রুখতে হাতে বড়সড় অস্ত্র পাবে বলেই মনে করা হচ্ছে।
আগামী সোমবার থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন চলতে পারে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত, এই সময়কালেই সংশোধনী বিলটি পেশ করা হবে।