Crime

দোকান-মালিককে চপারের কোপ, ধৃত কর্মী

দোকান-মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে ওই কর্মী মালিকের উপরে চড়াও হলেন, তা দেখছে পুলিশ। স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ০৭:০০
Share:

দীর্ঘ ক্ষণ বচসা চলাকালীনই বছর জয়ন্ত সিদ্ধার্থের উপরে চড়াও হয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকেন বলে অভিযোগ। প্রতীকী ছবি।

বচসার জেরে মালিককে চপার দিয়ে কোপানোর অভিযোগ উঠল দোকানেরই কর্মীর বিরুদ্ধে। গুরুতর আহত দোকান-মালিক ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালেচিকিৎসাধীন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানার সুবোধ পার্ক এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত জয়ন্ত প্রামাণিককে গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।

Advertisement

নদিয়ার শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দীর্ঘ দিন ধরে সুবোধ পার্কের কাছে একটি কফি শপে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, অন্য দিনের মতো এ দিনও সকালে দোকানে আসেন জয়ন্ত। কোনও একটি বিষয় নিয়ে মালিক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হঠাৎ তাঁর বচসা শুরু হয়। দীর্ঘ ক্ষণ বচসা চলাকালীনই বছর ত্রিশের জয়ন্ত সিদ্ধার্থের উপরে চড়াও হয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় দোকানের সামনে পড়ে যান বছর ৫৬-র সিদ্ধার্থ। চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারের হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রের খবর, শরীরের বিভিন্ন জায়গায় ২১টি সেলাই পড়েছে সিদ্ধার্থের। সেখানেই চিকিৎসাধীন ওই ব্যক্তি।

দোকান-মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে ওই কর্মী মালিকের উপরে চড়াও হলেন, তা দেখছে পুলিশ। স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement