ফাইল চিত্র
সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা শুরু হবে ২৬ এপ্রিল। শুক্রবার ওই দুই পরীক্ষার পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে সিবিএসই বোর্ড। এ দিকে, পরীক্ষার্থীদের অভিযোগ, দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করা হলেও এখনও প্রথম সিমেস্টারের ফল বেরোয়নি। অথচ, সিবিএসই বোর্ড চলতি সপ্তাহেই ফল বেরোনোর সম্ভাবনার কথা জানিয়েছিল। কিন্তু তা না বেরোনোয় উদ্বেগে রয়েছে লক্ষাধিক পরীক্ষার্থী।
করোনা পরিস্থিতির কথা ভেবেই সিবিএসই এবং সিআইএসসিই বোর্ড এক বারে পরীক্ষা না নিয়ে সেটিকে দু’টি সিমেস্টারে ভাগ করে দিয়েছে। প্রথম সিমেস্টার হয়ে গিয়েছে নভেম্বর-ডিসেম্বরে অফলাইনে। সেই পরীক্ষা হয় মাল্টিপল চয়েস প্রশ্নের (এমসিকিউ) ভিত্তিতে। এপ্রিলে দ্বিতীয় সিমেস্টারও হবে অফলাইনে। তবে এ বার এমসিকিউ ধাঁচের প্রশ্ন নয়, থাকবে বড় প্রশ্ন। সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষার্থীরা জানাচ্ছে, প্রায় একই সময়ে সিআইএসসিই বোর্ডেরও দশম ও দ্বাদশের প্রথম সিমেস্টারের পরীক্ষা হয়েছিল। তাদের ফল বেরিয়ে গিয়েছে ফেব্রুয়ারিতেই।
সিবিএসই বোর্ডের পরীক্ষার্থীরা জানাচ্ছে, প্রথম সিমেস্টারের এমসিকিউ ধাঁচের প্রশ্ন তাদের কাছে একদম নতুন হওয়ায় অনেকেরই মনের মতো পরীক্ষা হয়নি। বাঁশদ্রোণী এলাকার এক বাসিন্দা, ওই বোর্ডের দ্বাদশের পরীক্ষার্থী চৈতালি বসু বলছে, ‘‘প্রথম সিমেস্টারের ফল এত দিনে বেরিয়ে গেলে বুঝতে পারতাম যে, কোন বিষয়ে পিছিয়ে আছি। সেই মতো দ্বিতীয় সিমেস্টারের প্রস্তুতি নিতাম। কিন্তু প্রথম সিমেস্টারের ফল যদি দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা শুরুর কিছু দিন আগে বেরোয়, তা হলে দুর্বল বিষয়গুলির বিশেষ প্রস্তুতিতে তো সময়ই পাব না।’’
এ দিকে, সিআইএসসিই বোর্ডের অধীনে ন্যাশনাল ইংলিশ স্কুলের অধ্যক্ষা মৌসুমী সাহা বলছেন, ‘‘বোর্ডের দশম ও দ্বাদশের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ রুটিনও চলে এসেছে কিছু দিন আগে। পরীক্ষা শুরু ২৫ এপ্রিল থেকে। আমাদের স্কুলে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও চলে এসেছে। ফেব্রুয়ারিতে প্রথম সিমেস্টারের ফলও বেরিয়ে গিয়েছে। ফলে এখন দ্বিতীয় সিমেস্টারের চূড়ান্ত প্রস্তুতিতে সবাই ব্যস্ত।’’
সিবিএসই বোর্ডের একাধিক পরীক্ষার্থীর মতে, একই সময়ে দুই বোর্ডের প্রথম সিমেস্টার হল। অথচ সিআইএসসিই বোর্ড সেই ফল আগেই বার করে দিতে পারল। তাতে ওই বোর্ডের পরীক্ষার্থীরা নিশ্চিন্তে পরের সিমেস্টারের প্রস্তুতি নিতে পারছে। সিবিএসই বোর্ডের পরীক্ষার্থীদের আশঙ্কা, প্রথম সিমেস্টারের পরীক্ষার ফল যত দেরি করে বেরোবে, ততই উৎকণ্ঠা বাড়বে। ফলে দ্বিতীয় সিমেস্টারের প্রস্তুতিতে ঘাটতি থেকে যাবে।
কবে বেরোতে পারে সিবিএসই বোর্ডের প্রথম সিমেস্টারের পরীক্ষার ফল? সিবিএসই বোর্ডের অধীন নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলের ডিরেক্টর রীতা চট্টোপাধ্যায় বলেন, ‘‘নির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। আরও একটু ধৈর্য ধরতে হবে।’’ ওই বোর্ডেরই অধীনে শ্রীশিক্ষায়তন স্কুল। স্কুলের মহাসচিব ব্রততী ভট্টাচার্যের কথায়, ‘‘দেরিতে ফল বেরোলে পরীক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। বোর্ডের পরীক্ষার পদ্ধতিগত কারণে ফল বেরোতে দেরি হচ্ছে। তবে এ জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না।’’