ছবি: সংগৃহীত
কর্মী সংখ্যা তলানিতে এসে ঠেকেছে উদ্যানপালক (হর্টিকালচারিস্ট) পদে। পরিস্থিতি এমন যে নতুন নিয়োগ না হলে এই পদ আর থাকবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে কলকাতা পুরসভায়। উদ্যানপালকের স্থায়ী ছ’টি পদের মধ্যে বর্তমানে এক জন আধিকারিক রয়েছেন। বাকিরা অবসর নিয়েছেন। ফলে পার্ক ও স্কোয়ার নামে পুরসভায় পূর্ণাঙ্গ দফতর থাকলেও সেখানে কর্মী অপ্রতুলতা সমস্যা তৈরি করেছে বলে সূত্রের খবর।
পুর আধিকারিকদের একাংশ অবশ্য জানাচ্ছেন, উদ্যানপালকের সংখ্যা কমে যাওয়া বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। এমনিতেই পুরসভায় অনেক পদ খালি রয়েছে। কর্মী অপ্রতুলতার জন্য অনেক পদ তুলেও দিতে হয়েছে। এক পদস্থ পুরকর্তার কথায়, ‘‘চুক্তিভিত্তিক কর্মী দিয়েই অনেক দফতরে কাজ চলছে। ধারাবাহিক ভাবে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত এই সঙ্কট কাটবে না।’’
পুর প্রশাসন সূত্রের খবর, সার্বিক কর্মী অপ্রতুলতা প্রভাব ফেলছে পুরসভার দৈনন্দিন কাজে। যেমন, বর্ষায় পুর কন্ট্রোল রুমে কোন আধিকারিক থাকবেন, ভেবেচিন্তে সেই দায়িত্ব বণ্টন করতে হচ্ছে। প্রতি বছরই বর্ষায় যে কোনও বিপর্যয় সামলাতে প্রতিটি বরোয় পুরসভার একটি দল থাকে। সেই সঙ্গে এস এন ব্যানার্জি রোডে পুরসভার সদর দফতরের কন্ট্রোল রুমের দায়িত্বেও থাকেন পুরসভার বিভিন্ন দফতরের আধিকারিক এবং কর্মীরা। উদ্যানপালকেরাও আগে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকতেন। কিন্তু ওই পদে কর্মীর সঙ্কট শুরু হওয়ায় গত দু’বছর ধরে পুরসভার উদ্ভিদবিদেরা অন্য দফতরের আধিকারিকদের সঙ্গে কন্ট্রোল রুমের দায়িত্ব সামলাচ্ছেন। এক আধিকারিকের কথায়, ‘‘বর্ষায় অফিসের নির্দিষ্ট সময়েই উদ্ভিদবিদেরা কন্ট্রোল রুমে বসেন। আর রবিবারের মতো ছুটির দিনে তিনটি শিফটে তাঁদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।’’