ন্যাশনাল স্কুল অব ড্রামা। ছবি: সংগৃহীত।
ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নাটক, তাতেও কি মোদী সরকারের গায়ে লাগছে! ন্যাশনাল স্কুল অব ড্রামা-র আসন্ন ভারত রঙ্গ মহোৎসবের নাটক বাছাই নিয়ে ‘নাটকে’ সমাজমাধ্যমে এমনই টিপ্পনী শোনা যাচ্ছে।
থিয়েটার ফর্মেশন পরিবর্তক নাট্যগোষ্ঠীর কয়েক বছর আগের নাটক, উৎপল দত্তের ‘তিতুমীর’ আমন্ত্রিত হয়েছিল এনএসডি-র সরকারি উৎসবে। ২২ ফেব্রুয়ারি দিল্লিতে শোয়ের দিনক্ষণ জানানো হয়। বৃহস্পতিবার তিতুমীরের পরিচালক জয়রাজ ভট্টাচার্যের দাবি, তাঁদের শো বাতিল করে দিয়েছে ভারত রঙ্গ মহোৎসবের সরকারি কমিটি।
বরাবরই এনএসডি-র বার্ষিক উৎসবে আমন্ত্রিতের তালিকায় থাকে দেশের কিছু নাটক। জয়রাজের বক্তব্য, তাঁদের নাটকও সেই তালিকায় ছিল। আমন্ত্রণ করার ও শোয়ের দিন ঠিক হওয়ার অনেক পরে শো বাতিল করা হয়েছে। কারণ হিসাবে জানানো হয়েছে, নাটকের ভিডিয়ো রেকর্ডিং না-পাঠানোর জন্য এই সিদ্ধান্ত। জয়রাজের কথায়, ‘‘আমন্ত্রণ জানিয়ে তার পরে ভিডিয়ো চাওয়াটা অদ্ভুত। আমাদের দিল্লির টিকিটও কাটা হয়েছিল। এনএসডি নাটকের স্ক্রিপ্ট চায়। তা-ও পাঠাই। জানাই, ১৭ জানুয়ারির শোয়ের ভিডিয়ো করে পাঠাব। কিন্তু ১৮ তারিখ ওঁরা চিঠিতে জানালেন, ভিডিয়ো রেকর্ডিং না-পাওয়ায় শো বাতিল।’’
এ বিষয়ে জানতে এনএসডি-র চেয়ারপার্সন পরেশ রাওয়ালকে (যিনি বিজেপির সাংসদ) ফোন এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও সাড়া মেলেনি। এনএসডি-র এক মুখপাত্রের কাছেও সদুত্তর মেলেনি। সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায় চেতনা-র ‘জগন্নাথ’ এ বার এনএসডি-র উৎসবের উদ্বোধনী নাটক। তাঁদেরও নাটকের ভিডিয়ো পাঠাতে হয়। এনএসডি-র এক সূত্র বলছে, স্বাধীনতা সংগ্রামের বিস্মৃত নায়কদের নিয়ে নাটকের খোঁজে তিতুমীরের কথা ভাবা হয়। ব্রিটিশ শাসক ও তাঁবেদার জমিদার শ্রেণির বিরুদ্ধে রুখে দাঁড়ানো গরিব মুসলিম কৃষক তিতুমীর ইতিহাসবিদদের একাংশের চোখে কিছুটা বিতর্কিতও। উৎপলের নাটকের তিতুমীরও বীর হয়েও দোষেগুণেই মানুষ। এনএসডি-র সিদ্ধান্তে অনেকেই নাটকের বিষয়বস্তু নিয়ে অলিখিত নিষেধাজ্ঞার গন্ধ পাচ্ছেন। কৌশিক সেন বলেন, ‘‘আমন্ত্রণ জানিয়েও ভিডিয়ো চাওয়ার মধ্যে আয়োজকদের নিরাপত্তাহীনতাই প্রকট হচ্ছে।’’ কৌশিকের নতুন নাটক ‘তারায় তারায়’ আবেদনের ভিত্তিতে উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে।