Municipality

বাস ছাউনি মেরামতির জন্য অর্থের আবেদন করবে পুরসভা

কলকাতা পুর এলাকায় কোথায়, কত বাস ছাউনি রয়েছে, তার সমীক্ষা করার জন্য পুরসভার সব বরোকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সমীক্ষা করার পরে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের কাছে অর্থ বরাদ্দের জন্য আবেদন করবেন পুর কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২০ ০২:৫৪
Share:

প্রতীকী ছবি

শহরের বিভিন্ন এলাকায় আমপানে নষ্ট হয়ে যাওয়া বাস ছাউনি মেরামত করতে রাজ্য সরকারের কাছে অর্থ বরাদ্দের আবেদন করার সিদ্ধান্ত নিলেন পুর কর্তৃপক্ষ।

Advertisement

কলকাতা পুর এলাকায় কোথায়, কত বাস ছাউনি রয়েছে, তার সমীক্ষা করার জন্য পুরসভার সব বরোকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সমীক্ষা করার পরে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের কাছে অর্থ বরাদ্দের জন্য আবেদন করবেন পুর কর্তৃপক্ষ।

পুরসভা সূত্রের খবর, শহরে মূলত দু’রকম ভাবে বাস ছাউনি তৈরি হয়। যে সমস্ত বিজ্ঞাপন সংস্থা বাস ছাউনি তৈরি করে, তারাই সেগুলির রক্ষণাবেক্ষণ করে। সাংসদ বা বিধায়ক তহবিলের অর্থে অথবা পুরসভার নিজস্ব অর্থে নির্মিত কোনও বাস ছাউনি থাকলে সেগুলির দেখভাল পুর কর্তৃপক্ষই করেন। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, পুরসভা যে বাস ছাউনিগুলি তৈরি করেছিল, তার বেশ কয়েকটি গাছ পড়ে ভেঙে গিয়েছে। কোনও কারণে সেগুলি মেরামত করা সম্ভব না হলে নতুন করে তৈরি করতে হতে পারে। সেই কারণেই পুরসভা অর্থসাহায্যের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেক বরোয় এই তালিকা তৈরি হয়েছে। তবে সব বরোর তালিকা না-আসায় ভাঙা বাস ছাউনির চূড়ান্ত সংখ্যা বলা যাচ্ছে না। তবে এই মেরামতির কাজ দ্রুত শুরু করা হবে।

Advertisement

অন্য দিকে, আমপানে যে সমস্ত জায়গায় বাড়ির ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল সেগুলি সরেজমিন খতিয়ে দেখে বরো আধিকারিকদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বিভিন্ন বরো এলাকায় সেই কাজ চলছে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement