কলকাতা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় কোনও শিক্ষাকর্মী প্রয়াত হলে তাঁর পরিবারের এক জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া প্রায় ১০ বছর ধরে বন্ধ— এমনই অভিযোগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছিল ‘ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশন’। কিন্তু কাজে যোগ দিতে ইচ্ছুক কর্মীদের ওই সংগঠন কাজ করতে বাধা দিয়েছে বলে অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষাকর্মী সংগঠন ‘ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ় ইউনিয়ন’।
ওই সংগঠনের সভাপতি শুভেন্দু মুখোপাধ্যায়ের অভিযোগ, প্রায় প্রতিটি ক্যাম্পাসেই ইচ্ছুক কর্মীদের কাজ করতে বাধা দিয়েছেন ধর্মঘটপন্থীরা। বিষয়টি নিয়ে রেজিস্ট্রারের কাছে তাঁরা লিখিত অভিযোগ জানিয়েছেন। তবে, ধর্মঘটী কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের দাবি, কোনও কর্মীকেই কাজে যোগ দিতে বাধা দেওয়া হয়নি। স্বেচ্ছায় কর্মীরা কাজে যোগ দিচ্ছেন না। এ দিন রেজিস্ট্রার দেবাশিস দাস বলেন, ‘‘ধর্মঘটের ফলে কাজে কোনও বিঘ্ন ঘটেছে বলে অভিযোগ পাইনি। সকালের দিকে গেট বন্ধ রাখার অভিযোগ পেয়েছিলাম। পরে তা খুলে দেওয়া হয়।’’