Calcutta High Court

বাড়ির অংশ ভাঙতে পুলিশি সাহায্যের নির্দেশ

পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না। বরং, পুলিশ পুরপ্রতিনিধির পক্ষ নিচ্ছে। মনোজের বিরুদ্ধেই তারা এফআইআর করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২৪ ০৭:০১
Share:

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

মেটিয়াবুরুজের বিজেপি নেতা মনোজ তিওয়ারি যাতে তাঁর বাড়ির জরাজীর্ণ অংশ ভাঙতে পারেন, কলকাতা পুলিশকে তা নিশ্চিত করতে নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। বুধবার তাঁর নির্দেশ, ওই বাড়ি ভাঙার কাজে কোনও বাধা দেওয়া যাবে না। পুলিশ মামলাকারীকে জীর্ণ অংশ ভাঙতে এবং মেরামতিতে প্রয়োজনীয় সাহায্য করবে। এলাকায় শান্তি বজায় রাখবে। ওই জরাজীর্ণ অংশ ভেঙে পড়লে স্থানীয় মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে বলেও এ দিন বিচারপতি জানিয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, মনোজকে ওই বাড়ি ভাঙার নোটিস দিয়েছিল পুরসভা। কিন্তু অভিযোগ, স্থানীয় তৃণমূল পুরপ্রতিনিধি রঞ্জিত শীল এবং তাঁর সহযোগীরা ওই অংশ ভাঙতে বাধা দিয়েছেন। তার পরেই আদালতের দ্বারস্থ হন মনোজ। এ দিন মনোজের আইনজীবী কৌস্তভ বাগচী এবং প্রীতি কর কোর্টে অভিযোগ করেন, পুরসভা নোটিস দেওয়া সত্ত্বেও বাড়ির বিপজ্জনক অংশ ভাঙতে এবং মেরামতিতে বাধা দিচ্ছেন পুরপ্রতিনিধি। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না। বরং, পুলিশ পুরপ্রতিনিধির পক্ষ নিচ্ছে। মনোজের বিরুদ্ধেই তারা এফআইআর করেছে।

এ দিন বিরোধী পক্ষের আইনজীবী অবশ্য দাবি করেন, বাড়িটির যে অংশ ভাঙা হবে বলে স্থির হয়েছে, সেখানে একটি স্কুল চলে। মনোজ সেই স্কুলের শিক্ষকদের মারধর করেছেন। যদিও কৌস্তভের দাবি, ওই স্কুলটি আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দু’পক্ষের বক্তব্য শোনার পরে বাড়ি ভাঙা সংক্রান্ত নির্দেশ দেওয়ার পাশাপাশি বিচারপতি আরও জানান, বাড়ির অংশ ভাঙার সময়ে পাশের কোনও সম্পত্তির ক্ষতি যাতে না হয়, তা নজর রাখতে হবে। দুই বাড়ির মাঝে থাকা পাঁচিলের ক্ষতি হলে তা সারাতে হবে মামলাকারীকেই। মনোজের এফআইআর সংক্রান্ত বিষয়ে অবশ্য কোনও হস্তক্ষেপ করেনি কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement