—প্রতীকী চিত্র।
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক প্রৌঢ় পুলিশকর্মীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পুলক দত্ত (৫২)। তিনি পর্ণশ্রী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। থাকতেন হরিদেবপুরে। তদন্তকারীরা জানান, সোমবার সন্ধ্যায় নিজের বাড়িতে পাখার সঙ্গে গলায় গামছা বেঁধে ঝুলতে দেখা যায় তাঁকে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বাড়ির লোকজন অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ না পাওয়ায় আশপাশের লোকেরা ছুটে আসেন। দরজা ভেঙে দেখা যায়, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন পুলক। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
পুলিশ জানিয়েছে, মৃত পুলিশকর্মীর বাড়িতে তাঁর স্ত্রী ও মেয়ে ছিলেন। ছেলে থাকেন বেঙ্গালুরুতে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পুলক। দিনকয়েক আগে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও ছিলেন। বাজার থেকে মোটা টাকা ঋণ নেওয়ার ফলে তাঁর প্রচুর দেনা হয়ে গিয়েছিল। সম্প্রতি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। ডেঙ্গি হওয়ার পরে তাঁর শরীর ক্রমেই খারাপ হতে থাকে। মাথার উপরে ঋণের বোঝা চাপার পাশাপাশি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন পুলক। তদন্তকারীদের অনুমান, অবসাদজনিত কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। পুলিশ জানিয়েছে, মৃতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।