Rajarhat

Dead Body Found: রাজারহাটে রাস্তার ধার থেকে যুবকের দেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ওই গ্রামের বাসরাস্তার পাশ থেকে দেহটি উদ্ধার হয়। যুবকের ঘাড়ে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ০৭:০৮
Share:

প্রতীকী ছবি।

দিন কয়েক আগে খেত থেকে পঞ্চাশোর্ধ্ব মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনা ঘটেছিল। এ বার রাস্তার পাশে বালির ঢিবির উপরে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। এ বারেও ঘটনাস্থল রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েত এলাকার গাঁড়াগড়ি গ্রাম। তবে স্থানীয় মানুষের দাবি, মৃত এলাকার বাসিন্দা নন।

Advertisement

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ওই গ্রামের বাসরাস্তার পাশ থেকে দেহটি উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, ৩৫-৩৬ বছর বয়সি এক যুবকের দেহ বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে বালির ঢিবির উপরে পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠায়। সন্ধ্যা পর্যন্ত যুবকের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রের খবর, যুবকের ঘাড়ে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। চাপ চাপ রক্তের দাগও দেখতে পাওয়া গিয়েছে। তাঁকে কেউ খুন করে ওখানে ফেলে গিয়েছে, নাকি পথচলতি গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখতে চাইছে পুলিশ।

Advertisement

গত ২৯ জুন রাজারহাট থানা এলাকার ওই পঞ্চায়েত এলাকায় এক মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। তাঁকে খুনের অভিযোগে মুর্শিদাবাদের বাসিন্দা এক মূক ও বধির নির্মাণ শ্রমিককে গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement