West Bengal Weather Update

বছরশেষে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে, তাপমাত্রা নিয়ে আর কী বলল আলিপুর হাওয়া অফিস?

আগামী দু’দিন কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১০:৩৭
Share:

দার্জিলিঙে তুষারপাত। —ফাইল চিত্র।

বছর বিদায় জানাতে চলেছে। শীতের কনকনে মেজাজ যেন বছরশেষে পেলেন না শীতপ্রেমীরা। তবে কয়েক দিন পর তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া রাজ্য। বেলা গড়াতে অবশ্য ধীরে ধীরে কুয়াশার আস্তরণ সরে পড়ছে। আগামী দু’দিন কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

Advertisement

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বছরশেষে দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। ঘূর্ণাবর্তের রেশ থাকার কারণে এখনও কুয়াশা রয়েছে। উত্তুরে হাওয়ার কারণে তাপমাত্রা সামান্য কমেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে শীত জাঁকিয়ে বসতে পারছে না বলে হাওয়া অফিস সূত্রে খবর। তবে নতুন বছর তার সঙ্গে শীত নিয়ে আসতে পারে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের প্রথম সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement