আরও বাড়বে অস্বস্তি

বাতাসে ঢুকেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তাতে তাপমাত্রা বাড়ছে না ঠিকই, কিন্তু আর্দ্রতা বাড়ছে। আর তাতেই মানুষ প্রত্যেক দিন রীতিমতো ঘেমেনেয়ে হচ্ছেন একশা। অস্বস্তিসূচকও মাত্রাছাড়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ০১:৩৫
Share:

বাতাসে ঢুকেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তাতে তাপমাত্রা বাড়ছে না ঠিকই, কিন্তু আর্দ্রতা বাড়ছে।

Advertisement

আর তাতেই মানুষ প্রত্যেক দিন রীতিমতো ঘেমেনেয়ে হচ্ছেন একশা। অস্বস্তিসূচকও মাত্রাছাড়া।

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, একটি নিম্নচাপ অক্ষরেখার জন্য বাতাসে জলীয় বাষ্প ঢুকছে। অক্ষরেখাটি রয়েছে নদিয়া-মুর্শিদাবাদ ঘেঁষে। তাই ওই দুই জেলায় বিক্ষিপ্ত বর্ষণের সম্ভবনা দেখছেন আবহবিদেরা। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির আশা দেখা যাচ্ছে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisement

আবহবিদেরা জানাচ্ছেন, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। নিম্নচাপ অক্ষরেখাটি দুর্বল না হওয়া পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রির মধ্যেই ঘুরে বেড়াবে। আর্দ্রতা থাকবে বেশি। ফলে ভুগতে হবে মানুষকে।

রবিবার নাগাদ ওই নিম্নচাপ অক্ষরেখাটি দুর্বল হয়ে পড়ার কথা। তার পরে কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার সম্ভবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা। তাপমাত্রা কয়েক দিন খুব বেশি থাকলে ফের কালবৈশাখীর
সম্ভাবনা তৈরি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement