Bizarre claim of Adult Star

দু’সপ্তাহে ১৫৮ জনের সঙ্গে সঙ্গম, পুরুষদের হাতে কনডোম তুলে দিতেন মা! পর্ন তারকার দাবিতে হইচই

বনি জানিয়েছেন, ভিডিয়ো তৈরির জন্য কলেজ পড়ুয়া ১৮-১৯ বছর বয়সি তরুণদের প্রস্তাব দিয়েছিলেন তিনি। যাঁরা রাজি হয়েছিলেন তাঁদের দিয়ে একটি ফর্মপূরণ করানো হয়েছিল। ১৪ দিনে সেই সংখ্যা দাঁড়ায় ১৫৮।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ০৮:০১
Share:

ছবি: সংগৃহীত।

দু’সপ্তাহের মধ্যে সঙ্গম করেছিলেন ১৫৮ জন পুরুষের সঙ্গে। সেই কাজে সাহায্য করেছিলেন খোদ বাবা-মা! এমন দাবি তুলে হইচই ফেললেন দুষ্টু ছবির এক নায়িকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই পর্ন তারকার নাম বনি ব্লু। তিনি ব্রিটেনের বাসিন্দা। প্রাপ্তবয়ষ্কদের ওয়েবসাইটে কন্টেন্ট পোস্ট করে অনেক আয় তাঁর।

Advertisement

বনি জানিয়েছেন, ভিডিয়ো তৈরির জন্য কলেজ পড়ুয়া ১৮-১৯ বছর বয়সি তরুণদের প্রস্তাব দিয়েছিলেন তিনি। যাঁরা রাজি হয়েছিলেন তাঁদের দিয়ে একটি ফর্মপূরণ করানো হয়েছিল। ১৪ দিনে সেই সংখ্যা দাঁড়ায় ১৫৮। বনি জানিয়েছেন, এত জন তরুণকে রাজি করানোর বিষয়ে মদত এবং উৎসাহ জুগিয়েছিলেন তাঁরই বাবা-মা। আর তার ফলও মিলেছিল। পর্ন তারকা জানিয়েছেন, এখন ওই ভিডিয়োগুলির কারণেই মাসে প্রচুর আয় করেন তিনি।

সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-কে দেওয়া সাক্ষাত্কারে বনি জানিয়েছেন যে, তাঁর বাবা-মা প্রথম থেকেই তাঁকে সমর্থন জুগিয়েছিলেন। তাঁর মা একটি বিশেষ লোগোও তৈরি করে দিয়েছিলেন তাঁর জন্য। এমনকি, ভিডিয়োগুলি শুটের আগে তাঁদের ঘরে আসা পুরুষদের হাতে কনডোম তুলে দিতেন তাঁর মা। ভিডিয়ো শুটের পর ঘরও পরিষ্কার করে দিতেন। অন্য দিকে, বাবা তাঁর হয়ে জনে জনে বিজ়নেস কার্ড বিলি করতেন।

Advertisement

উল্লেখ্য, ব্রিটেনের ডার্বিশায়ারের বাসিন্দা বনি এখন অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি জানিয়েছেন, ৯টা-৫টার চাকরি করবেন না বলেই তিনি এই পেশা বেছে নিয়েছিলেন। তাঁর কথায়, ‘‘আমার একটি ভিডিয়ো ফাঁস হওয়ার পর আমি কী করি তা আমার বাবা-মা জানতে পেরেছিলেন। আমাকে বাবা-মা বলেছিল যে আমি যদি খুশি থাকি, তা হলে ওরাও খুশি থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement