—নিজস্ব চিত্র
পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। কলকাতায় সকাল থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটে ব্যস্ততা ছিল তুঙ্গে।
দক্ষিণেশ্বর, বাগবাজার, কুমোরটুলি কিংবা আহিরিটোলা ভিড় ছিল চোখে পড়ার মতো। তিল ধারণের জায়গা ছিল না বিন্দুমাত্র। পূর্বপুরুষদের শ্রদ্ধাঞ্জলি জানাতে ভিড় জমিয়েছিলেন কলকাতা ও শহরতলী থেকে আসা মানুষজন। কোথাও কোথাও তর্পণের জন্য রীতিমতো লাইন পড়েছিল।
তর্পণে ফি বছর আসা কারও কারও মতে এবছর অন্যান্য বারের তুলনায় ভিড় ছিল বেশ খানিকটা বেশি। শুধু তো আর তর্পণে আসা মানুষজন নয়, ছিলেন ছবি শিকারিরাও। কোনওরকম অপ্রীতিকর ঘটনা আটকাতে নদীপথে ছিল রিভার ট্রাফিক পুলিশের টহলদারি। ওয়াটার স্কুটার নিয়ে টহল দিতে দেখা যায় রিভার ট্রাফিক পুলিশকে। মোতায়েন ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরাও।
অন্যদিকে কুমোরটুলি থেকে আজ অনেক প্রতিমাই কলকাতার বিভিন্ন প্যান্ডেলে রওনা দিয়েছে।