ট্যাংরায় গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে ফের গোলমাল

রবিবার গভীর রাতে ট্যাংরার দেবেন্দ্রচন্দ্র দে রোডে রাহুলের বাড়িতে উত্তম ও অজয় রানার দল হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা রাহুলের দলের বিরুদ্ধে একই অভিযোগ করে বিপক্ষ দলও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০৩:০১
Share:

—প্রতীকী চিত্র।

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দু’বছর আগে ট্যাংরায় যে তৃণমূলকর্মী রাহুল রায়ের পা কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল, ফের তাঁর বাড়িতে হামলার অভিযোগ উঠল অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ট্যাংরার দেবেন্দ্রচন্দ্র দে রোডে রাহুলের বাড়িতে উত্তম ও অজয় রানার দল হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা রাহুলের দলের বিরুদ্ধে একই অভিযোগ করে বিপক্ষ দলও। সূত্রের খবর, দু’পক্ষই পুলিশে মৌখিক অভিযোগ জানালেও লিখিত অভিযোগ করেনি। যদিও পুলিশ এ দিন দাবি করেছে, এমন কোনও ঘটনাই ঘটেনি।

Advertisement

রাহুলের অভিযোগ, ২০১৬ সালের ১৩ মার্চ বিপক্ষ গোষ্ঠীর লোকেরা তাঁকে রেল লাইনে ফেলে চপার দিয়ে পা কেটে নিয়েছিল। যদিও পুলিশের বক্তব্য ছিল, তাড়া খেয়ে রেল লাইন ধরে ছোটার সময়ে পড়ে গিয়ে ট্রেনেই দু’টি পা কাটা পড়েছে রাহুলের। কিন্তু তারপর থেকে গোলমাল তো কমেইনি, উল্টে বেড়ে গিয়েছে বলে দাবি দু’পক্ষের। তবে দু’পক্ষেরই দাবি তাঁরা তৃণমূলের কর্মী।

রাহুলের পরিবারের তরফে এ দিন অভিযোগ করা হয়, রবিবার উত্তম ও অজয় রানার দল গিয়ে দরজায় লাথি মারে। একটি মোটরবাইকও ফেলে দেয়। রাহুলের নাম করে শাসানো হয়। ওই রাতে রাহুল বাড়িতে ছিলেন না। তিনি ধাপায় তাঁদের অন্য একটি বাড়িতে ছিলেন। অজয়ের পাল্টা অভিযোগ, রাহুলের দল আগ্নেয়াস্ত্র নিয়ে পাড়ায় ভয় দেখিয়ে গিয়েছে। গোটা এলাকা রাহুল কব্জা করতে চায়। রাহুলের আবার দাবি, ২০১৬ সালের ওই ঘটনার পর থেকে এলাকায় ঢুকলেই তাঁকে হুমকি দেয় উত্তম ও অজয়ের দল। অভিযোগ, রবিবার বিকেলেও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। এর পরেই রাতে বাড়িতে হামলা চালানো হয়।

Advertisement

প্রশ্ন উঠেছে, এত কিছুর পরে পুলিশে কেন অভিযোগ করল না কোনও পক্ষ? কেউই এর সরাসরি কোনও জবাব দেননি। স্থানীয় বিধায়ক তৃণমূলের স্বর্ণকমল সাহা বলেন, ‘‘শুনেছি একটা গোলমাল হয়েছে। এ বিষয়ে পুলিশ দেখবে। তবে এটা ওদের নিজেদের গোলমাল। এর সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের সম্পর্ক নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement